বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়সী এই অভিনেতা এখনও অভিনয়ে সক্রিয়। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ‘ইক্কিস’ চলচ্চিত্রের ঝলকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এর ঠিক দুদিন পরই হাসপাতালে ভর্তি হতে হলো অভিনেতাকে।
পারিবারিক ও বলিউড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, উদ্বেগের কোনো কারণ নেই। মূলত বার্ধক্যজনিত কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার (রুটিন চেক-আপ) অংশ হিসেবেই ধর্মেন্দ্রকে হাসপাতালে নেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং ভালো আছেন। তাই চিন্তার কোনো কারণ নেই।
এর আগে গত এপ্রিল মাসে তার চোখে একটি অস্ত্রোপচার হয়েছিল। এছাড়া সপ্তাহখানেক আগেও রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছিল। ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল ও ববি দেওল পালা করে বাবার দেখভাল করছেন বলে খবর পাওয়া গেছে।
পিএ/এসএন