এবার যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ায় বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। মিউজিয়ামের একটি সংরক্ষণাগার থেকে স্বর্ণের অলঙ্কারসহ এক হাজারের বেশি মূল্যবান নিদর্শন নিয়ে গেছে চোরের দল। তার মধ্যে রয়েছে নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শনও। লস অ্যাঞ্জেলেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
গত ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ায় চুরির ঘটনা ঘটে।
চুরির ঘটনা ঘটে গত ১৫ অক্টোবর। অর্থাৎ প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে নেপোলিয়নের মূল্যবান রত্ন চুরি যাওয়ার চার দিন আগে। তবে ঘটনাটি সামনে এসেছে প্রায় দুই সপ্তাহ পর চলতি সপ্তাহে। গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহায়তায় যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে স্থানীয় প্রশাসন।
গত বুধবার (২৯ অক্টোবর) ওকল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, ১৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন চোর মিউজিয়ামের স্থাপনায় ঢুকে পড়ে। এরপর সংগ্রহশালা থেকে নিদর্শন চুরি করে তারা। চুরি হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে নেটিভ আমেরিকান ঝুড়ি, হাতির দাঁতের খোদাই কাজ, প্রাচীন ফটোগ্রাফিক পদ্ধতির ছবিসহ বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী এবং কয়েকটি ল্যাপটপ।
সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অবস্থিত জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। এখানে ২০ লাখের বেশি নিদর্শন সংরক্ষিত আছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ শিল্পকর্ম, ঐতিহাসিক নিদর্শন ও প্রাকৃতিক নমুনা।
ওকল্যান্ড মিউজিয়াম অফ ক্যালিফর্নিয়ার পরিচালক লরি ফোগার্টি আজ শনিবার (১ নভেম্বর) বলেন, ‘এই চুরির ঘটনা আমাদের প্রদেশের জনগণকে সাংস্কৃতিক ঐতিহ্য থেকে বঞ্চিত করার এক নির্লজ্জ উদাহরণ। এই সংগ্রহশালার বেশিরভাগ নিদর্শন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা। সেগুলো ফিরে পেতে ওকল্যান্ড সিটি, ওকল্যান্ড পুলিশ বিভাগ এবং এফবিআই যৌথভাবে কাজ করছে।’
গত ১৯ অক্টোবর ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনা ঘটে। একদল চোর মিউজিয়ামে প্রবেশ করে এর অ্যাপোলো গ্যালারি থেকে মূল্যবান গয়না চুরি করে চম্পট দেয়। ফরাসি রাজপরিবারের গয়না রাখা ছিল ওই গ্যালারিতে। সিসি ক্যামেরার ফুটেজ এবং চুলের নমুনার ডিএনএ পরীক্ষা করে এরই মধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।
আরপি/টিকে