বগুড়া শহরের সেউজগাড়িতে রেন্ট-এ-কার ব্যবসায়ী ও যুবদল নেতা হাবিবুর রহমান খোকন হত্যার ঘটনায় চারদিন পর মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী ফারজানা আক্তার শুক্রবার রাতে সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে ১৭ জনের নাম উল্লেখ থাকলেও বাকি আটজনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। তিনি জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ অক্টোবর) রাতে খোকন তার বন্ধু বাঁধনকে নিয়ে মোটরসাইকেলে করে সাবেক ছাত্রদল নেতা পাভেলকে দেখতে সেউজগাড়ী পালপাড়া এলাকায় যান। সেখানে পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে খোকন গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পুলিশ ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
নিহত হাবিবুর রহমান খোকন মালতিনগর দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত রেন্ট-এ-কার ব্যবসায়ী এবং বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, খোকন হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
টিএম/টিকে