"৯৯৯ নম্বরে ফোন করে ৫৮ লাখ মানুষ সহায়তা নিয়েছে"

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, গত দুই বছরে ৯৯৯ হেল্পলাইনে দুই কোটির বেশি লোক কল করে সহায়তা চেয়েছেন। যার মধ্যে ৪০ শতাংশ ছিল নারী। এর মধ্যে আমরা ৫৮ লাখ লোককে সহায়তা দিতে পেরেছি।

শুক্রবার রাজধানীর গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল পার্কে ‘সবাই মিলে সবার ঢাকা, নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আয়োজন করে।

জাতীয় হেল্পলাইন ৯৯৯ নম্বর এর সাফল্যের কথা জানাতে গিয়ে আইজিপি বলেন, এ পর্যন্ত দুই কোটির বেশি ফোন এসেছে। ফোন পেয়ে আমরা এ পর্যন্ত দুই বছরে ৫৮ লাখ মানুষকে সহায়তা দিতে পেরেছি। এটি বাংলাদেশ পুলিশের জন্য অনেক বড় একটি সাফল্য।

আমরা জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি উল্লেখ্য করে আইজিপি বলেন, আমরা নিরাপদ দেশ, নিরাপদ জাতি, নিরাপদ নারী-পুরুষ সমাজ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

টাইমস/টিএইচ

Share this news on: