বিতর্কিত নির্বাচনের পর তানজানিয়ায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ৯৮ শতাংশ ভোটে পুনর্নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভে অন্তত ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
২০২১ সালে প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর দায়িত্ব নেওয়া হাসান নতুন মেয়াদের শুরুতেই শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দার এস সালাম, শিনইয়াঙ্গা ও মোরোগোরো অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ দমাতে পুলিশ গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করে। প্রতিবাদকারীরা সরকারকে নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত করেছেন।
বিরোধী দল চাদেমা দাবি করেছে, এই সহিংসতায় শত শত মানুষ নিহত হয়েছে, প্রকৃত সংখ্যা ৭০০ ছাড়াতে পারে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৮৭ শতাংশ ভোটার অংশগ্রহণে হাসান পেয়েছেন ৯৭.৬৬ শতাংশ ভোট। নির্বাচনের আগে বহু বিরোধী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হয় এবং ভোটের সময় কারফিউ ও ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
ক্ষমতাসীন চামা চা মাপিন্দুজি (সিসিএম) দল অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ‘গণহত্যার’ খবরগুলো অতিরঞ্জিত।
এবি/টিকে