নোয়াখালীতে কোয়েল পাখির সাথে শত্রুতা; ২০০ কোয়েল হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি কোয়েল পাখির খামারে হামলা ও ভাঙচুর চালিয়ে ২০০ এর বেশি পাখিকে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা আরো দুই শত কোয়েল পাখি চুরি করে এবং নষ্ট করে দেয় কোয়েলের সব ডিম।

উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীরআলীপুর গ্রামের আফানিয়াবাজার এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

খামারের মালিক আবুল কাশেম সুমন বলেন, খামারটিতে প্রায় ৫০০ কোয়েল পাখি ছিল। খামার থেকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে বাড়িতে ঘুমাতে যাই। শুক্রবার সকাল নয়টায় খামারে এসে দেখি সব এলোমেলো।

তিনি আরো বলেন, মেঝেতে দুইশত এর বেশি কোয়েল পাখি মরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বাকি তিনশত পাখির মধ্যে ৮০-৯০টিকে অক্ষত পেয়েছি। আর অন্য পাখিগুলো চুরি হয়ে গেছে।

শুক্রবার সকালে ভুক্তোভোগী খামারি থানায় এসে একটি লিখিত অভিযোগ করে গেছে বলে জানান বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ চৌধুরী। তিনি আরো বলেন, পুলিশ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

 

টাইমস/টিএইচ

Share this news on:

সর্বশেষ