ট্রাম্পের সামরিক পদক্ষেপের জবাব দিলো নাইজেরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের যে হুমকি দিয়েছেন তার জবাব দিয়েছে নাইজেরিয়া সরকার। বলেছে, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সহায়তাকে স্বাগত জানাবে নাইজেরিয়া। খবর আল জাজিরার।

গত শনিবার (১ নভেম্বর) ট্রাম্প হুমকি দিয়ে বলেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে। দেশটির সরকার এই হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হলে নাইজেরিয়ার বিরুদ্ধে ‘দ্রুত’ সামরিক পদক্ষেপ নেয়া হবে। সেজন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টানদের হত্যার সুযোগ দিতে থাকে’ তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে দেশটিকে সমস্ত সহায়তা বন্ধ করে দেবে।

কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্পের এই হুমকির জবাব দিয়েছে নাইজেরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিবি ইমোমোটিমি এবিয়েনফা রোববার (২ নভেম্বর) আল জাজিরাকে বলেন,
আমরা যে নিরাপত্তা পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছি তা নিয়ে আমরা গর্বিত নই। কিন্তু ‘শুধুমাত্র খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে’ বলে যে বয়ান হাজির করা হচ্ছে, তা সত্য নয়। নাইজেরিয়ায় কোনো খ্রিস্টান গণহত্যা হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘আমরা বরাবর আমাদের বক্তব্য স্পষ্ট করে বলেছি যে, আমরা স্বীকার করি যে নাইজেরিয়ায় হত্যাকাণ্ড ঘটেছে। তবে সেই হত্যাকাণ্ড কেবল খ্রিস্টানদের মধ্যেই সীমাবদ্ধ নয়।’

নাইজেরিয়ার সরকার এই হত্যাকাণ্ড ঘটতে দিয়েছে এমন অভিযোগের জবাবে ইমোমোটিমি এবিয়েনফা বলেন,

এই হত্যাকাণ্ড নাইজেরিয়া সরকারের অনুমোদনে হচ্ছে না। সরকার এই হত্যাকাণ্ডের তীব্র বিরোধী। দেশের যেকোনো অংশে যেকোনো নাইজেরীয়কে হত্যা করা দেশের জন্য ক্ষতিকর … এই হত্যাকাণ্ডের অভিযুক্তরা হলো সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এবং আল-কায়েদা ও [আইএসআইএল] আইএস সংশ্লিষ্ট গোষ্ঠী যারা এই সংকটকে টিকিয়ে রাখছে।

সন্ত্রাস দমনে মার্কিন সহায়তাকে স্বাগত জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর উপদেষ্টা ডানিয়েল বোয়ালা বলেছেন, ‘নাইজেরিয়া মার্কিন সহায়তাকে স্বাগত জানাবে, যতক্ষণ আমাদের ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা হবে।’ দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করে তিনি বলেন, ‘দুই দেশের দুই নেতা বসে আলোচনায় বসলে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সাফল্য পাওয়া যাবে।’

এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ধর্মীয় অসহিষ্ণুতার দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য তার দেশের প্রচেষ্টাকে সমর্থন করে বক্তব্য দেন। এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৩ সাল থেকে আমাদের প্রশাসন খ্রিস্টান ও মুসলিম নেতাদের সাথে খোলামেলা ও সক্রিয় যোগাযোগ বজায় রেখেছে এবং ধর্ম ও অঞ্চলের নাগরিকদের প্রভাবিত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে।’

প্রেসিডেন্ট টিনুবু আরও বলেন, ‘নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু হিসেবে চিহ্নিত করা আমাদের জাতীয় বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এবং এটি নাইজেরীয়দের ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিক ও আন্তরিক প্রচেষ্টাকেও বিবেচনা করে না।’

নাইজেরিয়ায় দুই শতাধিক জাতিগোষ্ঠী রয়েছে। তবে দেশের জনসংখ্যা মূলত মুসলিমপ্রধান উত্তর ও খ্রিস্টানপ্রধান দক্ষিণাঞ্চলে বিভক্ত। বোকো হারাম ও আইএসের মতো গোষ্ঠীগুলো দেশের উত্তরপূর্বাঞ্চলে সক্রিয় রয়েছে যা গত গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ত্রাস সৃষ্টি করে চলেছে। তাদের তাণ্ডবে হাজারো মানুষ নিহত হয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, খ্রিস্টানরা নিহত হলেও অধিকাংশ ভুক্তভোগী মুসলিমরাই।

এছাড়া দেশটির মধ্যাঞ্চলে মুসলিম রাখাল ও খ্রিস্টান কৃষকদের মধ্যে জমি ও পানির উৎস নিয়ে সংঘর্ষ প্রায় নৈমিত্তিক ঘটনা। আবার উত্তর-পশ্চিমাঞ্চলে ডাকাতচক্র বিভিন্ন গ্রামে অপহরণ ও মুক্তিপণ আদায় করে থাকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি’র বিশ্লেষক ল্যাড সেরওয়াত বলেন, বোকো হারাম বা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকার মতো গোষ্ঠীগুলো নিজেদের অভিযানে খ্রিস্টানবিরোধী সুর ব্যবহার করে। কিন্তু বাস্তবে তারা নির্বিচার হামলা চালিয়ে পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দেয়।

তিনি আরও জানান, এ বছর নাইজেরিয়ায় এক হাজার ৯২৩টি বেসামরিক হামলার মধ্যে ধর্মীয় কারণে খ্রিস্টানদের লক্ষ্য করে সংঘটিত হামলার সংখ্যা মাত্র ৫০।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি নাইজেরিয়াকে আবারও ‘ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশের তালিকায়’ যুক্ত করেছে। ওই তালিকায় আরও রয়েছে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তান।

প্রেসিডেন্ট টিনুবু ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তার সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মুসলিম হয়েও তিনি খ্রিস্ট ধর্মের একজনকে বিয়ে করেছেন এবং সেনাবাহিনীর সর্বোচ্চ পদে সম্প্রতি একজন খ্রিস্ট ধর্মাবলম্বীকে নিয়োগ দিয়েছেন।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, একাদশ অবস্থানে ঢাকা Dec 19, 2025
img
শিল্পা শেঠীর বাড়িতে আয়কর দফতরের হানা! Dec 19, 2025
img
প্রথম আলোর কার্যালয় এখন পুলিশের ‘ক্রাইম সিন’ Dec 19, 2025
img
হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ উপদেষ্টাদের Dec 19, 2025
img
জুলাই বিপ্লব সংবিধান উল্টে দেওয়ার প্রস্তাব করেনি : প্রধান বিচারপতি Dec 19, 2025
img
আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে: অনন্যা পান্ডে Dec 19, 2025
img
শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা Dec 19, 2025
img
বিক্ষোভকারীদের জন্য খাবার নিয়ে শাহবাগে ছুটে গেছেন গৃহিণী রাশিদা Dec 19, 2025
img
৪৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল Dec 19, 2025
img
বহিষ্কারের পরদিনই জামায়াতে যোগ দিলেন বিএনপির ২ নেতা Dec 19, 2025
img
বিপিএলে ম্যাচ অফিসিয়াল ঘোষণায় চমক, নেই সেজান Dec 19, 2025
img
সিনেমা থেকে সরাসরি নেতা হওয়া যায় না: কৌশিক ব্যানার্জি Dec 19, 2025
img
এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন Dec 19, 2025
img
আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেল হাদির মৃত্যু সংবাদ Dec 19, 2025
img
গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার Dec 19, 2025
img
২০২৬ সালে বলিউডে বিশাল বাজেটে আসছে কোন কোন সিনেমা? Dec 19, 2025
img
আজ সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের আহ্বান জুলাই ঐক্যের Dec 19, 2025
img
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের Dec 19, 2025
img
প্রশাসনের অনুমতি না পাওয়ায়, সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা Dec 19, 2025
img
আরব কাপের ফাইনালে মরক্কোর শিরোপা জয় Dec 19, 2025