সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএফ সদস্যদের অবৈধ অনুপ্রবেশ ও স্থানীয় কৃষকদের ফসল নষ্টের ঘটনায় বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ নভেম্বর সকাল ১১টার দিকে ভারতের ১৭০ বিএসএফ ব্যাটালিয়নের পিন্নানগর ক্যাম্পের একটি টহল দল সীমান্ত পিলার ১৩৪৫ এর কাছ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর এলাকায় প্রবেশ করে। এসময় তারা স্থানীয় কৃষকদের ফসলের বেড়া ও ফসল নষ্ট করে। স্থানীয়দের বাধার মুখে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
প্রতিউত্তরে বিএসএফ কমান্ড্যান্ট অনুপ্রবেশ ও ফসল নষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্ষতিপূরণের বিষয়টি জানাবেন বলে আশ্বস্ত করেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিএসএফ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
এসএস/টিএ