পদত্যাগের বক্তব্য বাণিজ্যমন্ত্রীর ‘কথার কথা’: কাদের

পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এই বক্তব্যকে কথার কথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পেঁয়াজের দামের উর্ধ্বগতির কারণে বিভিন্ন মহল থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগের দাবি উঠেছে। এই প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, ‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায় এক সেকেন্ডও লাগবে না মন্ত্রিত্ব ছাড়তে।’

বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, যদি গ্যারান্টি থাকত আমি পদত্যাগ করলে পেঁয়াজের দামটা কমে যাবে, সেটা তো কথার কথা। সেটা তো পদত্যাগ করার বিষয় নয়, মন্ত্রী হিসেবে তিনি কথা প্রসঙ্গে হয়তো বলেছেন। যেহেতু পেঁয়াজের দাম বাড়তি, কেউ কেউ তো মন্ত্রীর পদত্যাগও দাবি করে। সেজন্য বলেছেন, পদত্যাগ করলে যদি সমাধান হয়ে যেত তাহলে আমি এক সেকেন্ডেই পদত্যাগ করতাম।

বাণিজ্যমন্ত্রী অযৌক্তিক কিছু বলেননি, এটা কথার কথা তিনি বলতেই পারেন বলে জানান সেতুমন্ত্রী।

 

 

Share this news on:

সর্বশেষ