জুলাই-আগস্ট আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যা মামলায় ১৭তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
আজ বুধবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শীসহ ২১। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জন। এরমধ্যে, ৮ জন পলাতক আছেন। এর আগে, ২১ আগস্ট এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।
অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ৬ জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়া হয়। তবে সে সময়েও জীবিত ছিল একজন। এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
পিএ/এসএন