যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর বিজয় বক্তৃতা দিয়েছেন জোহরান মামদানি। বক্তৃতায় তিনি কৃষ্ণাঙ্গ, অভিবাসী, ইহুদি ও মুসলিম নিউইয়র্কবাসীর অধিকারের জন্য লড়াই করার অঙ্গীকার করেন।
প্রায় ৩০ মিনিটের কম সময়ের এই বক্তৃতায় মামদানি তার নির্বাচনী প্রচারণার মূল প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন এবং তাকে বিজয়ী করতে ভূমিকা রাখা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি পুনরায় প্রতিশ্রুতি দেন— বিনামূল্যে বাস সেবা, সর্বজনীন শিশু যত্ন ব্যবস্থা এবং শহরকে আরও সাশ্রয়ী করতে বর্ধিত ভাড়ার হার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার।
বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, “এই অন্ধকার মুহূর্তে নিউ ইয়র্ক হবে আলো।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে মামদানি বলেন, “যে শহর তোমাকে জন্ম দিয়েছে, সেই শহরই তোমাকে পরাজিত করতে পারে।”
নবনির্বাচিত মেয়র মামদানি সকল নিউইয়র্কবাসীর প্রতিনিধিত্বের অঙ্গীকার করেন— এমনকি যারা তাকে ভোট দেননি তাদের প্রতিও দায়িত্ববোধের কথা জানান। তিনি বিশেষভাবে ইহুদি-বিদ্বেষের শিকার ও অভিবাসীদের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “আপনি যদি একজন অভিবাসী হন, ট্রান্স সম্প্রদায়ের সদস্য হন, ট্রাম্পের প্রশাসন থেকে বরখাস্ত হওয়া কোনো কৃষ্ণাঙ্গ নারী হন, বাজারে নিত্য-পণ্যের দাম কমার আশায় অপেক্ষমাণ একক মা হন, কিংবা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া কোনো সাধারণ মানুষ— জেনে রাখুন, আপনার সংগ্রামই আমাদের সংগ্রাম।”
মামদানি আরও যোগ করেন, “আমরা এমন একটি সিটি হল গড়ে তুলব যা ইহুদি নিউইয়র্কবাসীর পাশে থাকবে এবং ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে। সেইসাথে এমন একটি শহর গড়ে তুলব, যেখানে ১০ লাখেরও বেশি মুসলিম গর্বের সঙ্গে বলতে পারবে— এটি তাদের শহর।”
শেষে তিনি বলেন, “ভোটাররা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তা প্রমাণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
সূত্র: আল-জাজিরা
ইএ/এসএন