রাকসুর ২২ বছরের ফান্ডের হদিস নেই, প্রশাসন নিশ্চুপ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পর গতকাল (৪ নভেম্বর) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলেও, রাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ ২২ বছরের ফান্ডের হিসাব দিতে পারেননি। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেই হিসাবের হদিস না দেওয়ার ব্যাপারে গা-ছাড়া মনোভাব দেখাচ্ছে।

গতকাল, রাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, ২০১৩ সালের পূর্বের ২২ বছরের কোনো হিসাব নেই, যা নিয়ে প্রশাসন পুরোপুরি উদাসীন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকসুর এজিএস সালমান সাব্বির। তিনি বলেন, শপথ গ্রহণের পর গতকাল রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল রাকসুর তহবিলকে ব্যবহারযোগ্য করে তোলা। তিনি আরও বলেন, আমরা দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তড়িঘড়ি আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, কিন্তু সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে রাকসু তহবিলের যে অর্থ প্রয়োজন, তা এখনও আমাদের কাছে পরিষ্কার হয়নি।

এজিএস আরও বলেন, গতকাল আমরা আশা করেছিলাম, বিগত বছরগুলোর ব্যয়ের অডিটসহ রাকসু তহবিলের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে পারব। কিন্তু রাকসুর বর্তমান সভাপতি ও কোষাধ্যক্ষ আমাদের সেই তথ্য দিতে পারেননি।

ইচ্ছেমতো তহবিলের অর্থ ব্যয় নিয়ে সালমান সাব্বির বলেন, দীর্ঘ ৩৬ বছর রাকসু অকার্যকর থাকলেও, নিয়মিতভাবে রাকসুর কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছিল। গত বছরগুলোতে রাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ ইচ্ছেমতো তহবিলের অর্থ বিভিন্ন খাতে ব্যয় করেছেন। তবে, গতকালের অধিবেশনে কীভাবে এই অর্থ ব্যয় হয়েছে এবং কিভাবে ফেরত আনা যাবে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে তাদের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে রাকসু প্রতিনিধিরা এই কমিটির ওপর আস্থা রেখে কাজ করতে চাইছেন।

অর্থের কোনো হদিস নেই উল্লেখ করে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, প্রশাসন ২০১৩ সালের পূর্বের হিসাব দিতে পারছে না। ২০১৩ সালের আগে রাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষরা যেভাবে তহবিলের অর্থ খরচ করেছেন, তার কোনো হদিস নেই। ১৫ কার্যদিবসের মধ্যে আমরা এর জবাব চাইবো। তবে, যেহেতু ছাত্রদের কল্যাণে এই টাকা ব্যবহৃত হতে হবে, সেক্ষেত্রে যারা এই টাকা অন্য কোনো খাতে খরচ করেছেন, তাদেরকে অবশ্যই সেই অর্থ ফেরত দিতে হবে।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ২০১৩ সালের পর থেকে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে এবং ২০২১ সাল থেকে অনলাইন হিসাবও চালু হয়েছে। কিন্তু ১৯৯০ থেকে ২০১৩ পর্যন্ত প্রায় ২২ বছরের হিসাব নেই। মুজিব শতবর্ষ পালনে রাকসুর ফান্ড থেকে ১২ লাখ টাকা খরচ করা হয়েছে, তবে এর পূর্বে ৩টি মেয়াদে তারা টাকা নিয়েছিল, যার কোনো হদিস পাওয়া যায়নি। তদন্ত কমিটি গঠন হওয়ায় সমস্যাগুলোর সমাধান শীঘ্রই হবে।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নির্বাচনের পর আমরা এখনো পূর্ণরূপে কাজ শুরু করতে পারিনি, কারণ রাকসুর তহবিলের হিসাব এখনও আমাদের কাছে পরিষ্কার হয়নি।

গতকাল আমরা রাকসু তহবিলের অডিট কমিটি পাস করাতে পেরেছি, তবে এটি আগেই করা উচিত ছিল। নির্বাচনের আগে এ ধরনের প্রস্তুতি নেয়া হলে আমরা এখনই কাজ শুরু করতে পারতাম।

তিনি আরও বলেন, ৩৫ বছর পর রাকসু নির্বাচিত হওয়া সত্ত্বেও তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকার কথা ছিল, তবে সেই অর্থের কোনো কিছুই এখনো আমরা পাচ্ছি না। ফলে শিক্ষার্থীদের আস্থা বজায় রাখতে যেসব পরিকল্পনা নেয়া হয়েছিল, তা বাস্তবায়ন করতে এখন শঙ্কা তৈরি হয়েছে।

উল্লেখ্য, রাকসুর ১৪তম নির্বাচন ১৯৮৯-৯০ সেশনে অনুষ্ঠিত হয়েছিল এবং ৩৫ বছর পর গত ১৬ অক্টোবর ১৫তম নির্বাচন অনুষ্ঠিত হয়।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কুসিকের বিএনপিপন্থি সাবেক কাউন্সিলররা সমর্থন জানালেন মনিরুল হককে Nov 05, 2025
img
রাতে ব্রুজের বিপক্ষে অনিশ্চিত লামিনে ইয়ামাল! Nov 05, 2025
img
মুঞ্জ্যা’র মূল চরিত্রে ভাবা হয়েছিল শ্রদ্ধা কাপুরকে! Nov 05, 2025
img
নেত্রকোনার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার Nov 05, 2025
img
পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিএনপির সমাবেশ Nov 05, 2025
img
মামদানির সাফল্যে তার মায়ের বার্তা Nov 05, 2025
img
এনসিপি অচিরেই তাদের ভুল বুঝতে পারবে: মুনতাসির মাহমুদ Nov 05, 2025
img
নতুন অধ্যায়ের সন্ধানে শ্রীলীলা! Nov 05, 2025
img
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে রাশিয়া Nov 05, 2025
img
আমির-সালমানের অদ্ভুত জুটি, আজও দর্শকদের প্রিয় Nov 05, 2025
img
নির্বাচনেই জাতির ভাগ্যের ফয়সালা হবে: জামায়াত আমির Nov 05, 2025
img
সংগীত চর্চায় সৌদি সরকার নিচ্ছে বড় পদক্ষেপ Nov 05, 2025
img
শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই: হাবিবুর রহমান হাবিব Nov 05, 2025
img
বিবাহবিচ্ছেদের গুঞ্জনে ঐশ্বরিয়ার স্পষ্ট জবাব! Nov 05, 2025
img
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা: সিএমপি কমিশনার Nov 05, 2025
img
এমপি প্রার্থীকে গুলি, হামলাকারীদের গ্রেপ্তার দাবি মির্জা ফখরুলের Nov 05, 2025
img
মাস্কের ঘনিষ্ঠজন আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প Nov 05, 2025
img
পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ Nov 05, 2025
img
জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতেই বিএনপি কাজ করছে : আমীর খসরু Nov 05, 2025
img
অ্যাকশন ও রোমান্সের মেলবন্ধনে আসছে দীপিকা- শাহরুখ জুটি! Nov 05, 2025