‘‘এখন আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে দর্শক কম কিন্তু সমালোচক বেশি। কিন্তু এই সময়ে সত্য নিউজ প্রচার করা খুব জরুরী। তাই আমি সাংবাদিকদের অনুরোধ করবো, আমরা যেমন মানুষের জন্য করছি, আপনারাও সত্য নিউজটা মানুষের কাছে পৌঁছে দিন।’’
সম্প্রতি এই কথাগুলো বলেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া ‘‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’’ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে ‘সিজন ২’ নিয়ে। এবারের সিজনেও উপস্থাপনায় থাকছেন তাহসান খান।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’’ সিজন ২-এর সম্মেলনে উপস্থিত থেকে নিজের উদাহরণ টেনে তাহসান আরও বলেন, ‘কয়েকমাস আগে কোনো এক অনলাইনে নিউজ হয়েছে আমি নাকি বাবা হয়েছি! সারাদেশে ভাইরাল হয়ে গেল।
তিনি বলেন, আমার কাছে অভিনন্দত বার্তা আসতে শুরু করলো। অথচ ওটা ছিল তিন/চার বছর আগে আমার এক ছোটভাই বাবা হয়েছিল, আমি হাসপাতালে দেখতে গিয়ে ছবি তুলেছিলাম। আসলে কিছুদিন পরপর এসব ফেক রিউমার ছড়ানো হয়। আমার সেই অভ্যাসও নেই যে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে প্রতিবাদ জানাই।
‘‘যারা এসব ফেক নিউজ ছড়ায় আমি তাদের নিয়ে পোস্ট করলে উল্টে তারা ফেমাস হয়ে যাবে। তাই এই কাজগুলো হচ্ছে সাংবাদিক ভাইদের, যারা আমাদের মতো আর্টিস্টদের রক্ষা করবে। কারণ, আমরা যারা কাজ করি তারা এবং বিনোদনের সাংবাদিকরা সম্পূরক। খ্যাতির চাদরের সঙ্গে যে বিড়ম্বনা আসে সেগুলো মোকাবিলা করা কঠিন। এই বিষয়গুলো সঠিক নিউজ করার জন্য সবার কাছে অনুরোধ জানাই।’’
এবারও একটি বেসরকারি চ্যানেলে প্রচারের পাশাপাশি ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ দেখা যাবে বঙ্গ অ্যাপে। এই ডিসেম্বরেই শুটিং (নির্মাণ কাজ) শুরু হবে। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।
সিজন ২-তে ‘টাইটেল স্পন্সর’ হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড। প্রতিষ্ঠানটির সিইও জনাব হারুন ওর্তাজ বলেন: “ফ্যামিলি ফিউড বাংলাদেশ-এর সাথে আবারও যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানটি পরিবার, একতা এবং নির্মল আনন্দকে উদযাপন করে। এই মূল্যবোধগুলো আইগ্যাস ইউনাইটেডও গভীরভাবে ধারণ করে। আমরা আশা করছি, সারাদেশ থেকে আরও অনেক পরিবার এই আয়োজনে অংশ নেবে এবং অবিস্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করবে।”
সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি বঙ্গ কর্তৃপক্ষ জানায়, এর রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারাদেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
যারা পরিবারের সাথে মজা করতে ভালোবাসেন কিংবা একটি ভালো চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তাদের প্রত্যেককে এই জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতায় অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
টিএম/টিএ