বলিউডের গ্ল্যামার জগতের সবচেয়ে ফ্যাশন-সচেতন মুখদের একজন আলিয়া ভাট। করণ জোহরের স্নেহধন্য এই তারকা জানেন, যেকোনো উৎসবকে নিজের স্টাইলে কিভাবে অনন্য করে তুলতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি দীপাবলির সাজে আলিয়া মুগ্ধ করলেন এক ঐতিহ্যর ছোঁয়ায়।
তিনি পরেছিলেন রিতু কুমারের আর্কাইভ থেকে নেওয়া এক বিশেষ শাড়ি। যেটি রিয়া কাপুরের স্টাইলিংয়ে পুনরায় জীবন্ত হয়ে উঠেছে। প্রায় ৩০ বছর আগে তৈরি এই রোজ গোল্ড সিল্ক শাড়িটি যেন এক টুকরো শিল্পকীর্তি। রূপালি টিক্কি এমব্রয়ডারিতে শাড়ির প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে তারার মতো ঝিকিমিকি। আঁচলে আর ড্রেপে সূক্ষ্ম ফুলেল নকশা, যা রিতু কুমারের কারুশিল্পের অনন্য পরিচয় বহন করে।
এই ঐতিহ্যবাহী পোশাককে আলিয়া নিজের মতো করে সাজিয়ে তুলেছেন এক আধুনিক রূপে। পাতলা আঁচল কাঁধে হালকা ভাঁজে টেনে সামনে এনে প্রকাশ করেছেন শাড়ির নিখুঁত কারুকাজ। সঙ্গে ছিল বুস্টিয়ার-স্টাইল ব্লাউজ, ডিপ সুইটহার্ট নেকলাইন, প্রশস্ত স্ট্র্যাপ আর ক্রপড হেমে ছিল সমসাময়িকতার ছোঁয়া।
অ্যাকসেসরিজে তিনি বেছে নিয়েছেন স্বর্ণখচিত চোকার নেকলেস, সূক্ষ্ম আঙুলির আংটি, মাঙ্গটিকা আর ব্রেসলেট-যা লুকটিকে দিয়েছে নরম রাজকীয়তা। মাঝখানে ভাগ করা খোলা চুল, রোজ গোল্ড হাইলাইটে মেকআপ, গালভরা ব্লাশ, হালকা মাসকারা আর পিঙ্ক টিন্টেড ঠোঁটে ফুটে উঠেছে এক সহজাত দীপ্তি।
পুরোনো শাড়ির ভাঁজে আলিয়া যেন বুনে দিয়েছেন নতুন সময়ের গল্প। এই সাজ কেবল দীপাবলির উৎসবকেই নয়, ফ্যাশনের ইতিহাসকেও নতুনভাবে তুলে ধরেছে।
ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, ফ্যাশনের প্রতি ভালোবাসা আর নিজের স্বকীয় রুচি-এই তিনের মিশেলেই আলিয়া ভাট আজ সময়ের অন্যতম অনুপ্রেরণাদায়ী স্টাইল আইকন।
টিজে/টিকে