নিউইয়র্কের মেয়র নির্বাচনে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। প্রথম মুসলিম হিসেবে শহরের মেয়র নির্বাচিত হয়েছেন ব্যাপক আলোচিত এই ব্যক্তি।
মেয়র নির্বাচনে জয়ের পর মামদানিকে নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই যেমন তার জন্ম উগান্ডায়। আবার তার মা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার। তার মাহমুদ মামদানিও শিক্ষাবিদ হিসেবে বেশ পরিচিত একজন ব্যক্তিত্ব।
তুমুল আলোচনার মধ্যে থাকা মামদানিকে নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ করলো তার জন্মস্থান উগান্ডার ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, এই ডেমোক্রেটিক পার্টির নেতা একসময় ক্রিকেট খেলতেন।
উগান্ডা ক্রিকেট বোর্ড জানায়, জোহরান মামদানি একসময় তাদের স্থানীয় ‘ক্যাসল ডেভেলপমেন্ট’ দলের হয়ে ঘরোয়া লিগে খেলতেন।
ছবিসহ বোর্ডের এক পোস্টে বলা হয়, ‘হ্যাঁ, ঠিকই দেখেছেন! নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি (বামে থেকে দ্বিতীয়) একসময় আমাদের ক্যাসল ডেভেলপমেন্ট দলের হয়ে ছক্কা হাঁকাতেন।’
রাজনীতিতে নামার ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তুললেও কখনো জাতীয় দলে খেলেননি মামদানি। তবে জানা গেছে, তরুণ বয়সে স্থানীয় ডেভেলপমেন্ট লিগের নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি।
ইএ/টিকে