ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে মুসলিম ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি বর্তমানে বিশ্বের আলোচনায় রয়েছেন। স্বাভাবিকভাবেই এখন সবার আকর্ষণ তার স্ত্রী, সিরীয় বংশোদ্ভূত আমেরিকান শিল্পী ও চিত্রকর রামা দুয়াজির দিকে। এই খবরটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।
রামা দুয়াজির জন্ম হিউস্টনে হলেও ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে মধ্যপ্রাচ্যে চলে যান এবং তার শৈশবের বড় অংশ কেটেছে সিরিয়ার নিকটবর্তী শহরে।
এক পডকাস্টে রামা বলেছেন, ছোটবেলায় তিনি প্রায়ই তার সিরীয় পরিচয় লুকিয়ে রাখতেন এবং নিজেকে আমেরিকান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। পরে তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অব দ্য আর্টস-এ ভর্তি হন। সেখানে অন্যদের থেকে ভিন্ন হওয়ার এই উপলব্ধিই তাকে তার নিজস্ব শিল্প ও পরিচয় গড়ে তুলতে প্রেরণা যোগায়। এরপর থেকেই তার শিল্পকর্মে সিরীয় সংস্কৃতি ও জীবনধারার নানা রং উঠে আসে।
রামা দুয়াজি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে নিউইয়র্ক সিটিতে বসবাস শুরু করেন। সেখানেই তিনি ডেটিং অ্যাপ ‘হিংজ’-এর মাধ্যমে জোহরান মামদানির সঙ্গে পরিচিত হন। তাদের পরিচয় অল্প দিনেই গভীর হয় এবং চলতি বছরের এপ্রিলে তারা সিটি ক্লার্কের অফিসে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
রামা দুয়াজি তার শিল্পকর্মের মাধ্যমে রাজনৈতিক বিষয়েও শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তিনি তার কাজে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলের পরিবেশগত প্রভাব চিত্রিত করেছেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার স্পষ্ট মত প্রকাশ করেছেন।
ইএ/টিকে