সাভারে কলেজশিক্ষার্থী ফজলে রাব্বি হত্যার বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহত শিক্ষার্থীর স্বজন, সহপাঠী ও পরিবারের সদস্যরা। এসময় মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় এ অবরোধ এবং বিক্ষোভ পালন করেন তারা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শিক্ষার্থী ফজলে রাব্বি হত্যার প্রতিবাদে সাভারের সিএনবি এলাকার ঢাকামুখী লেনে অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে নিহতের স্বজন, সহপাঠি ও পরিবারের সদস্যরা। এসময় বিক্ষোভকারীরা বলেন, সন্ত্রাসীরা নির্মমভাবে ফজলে রাব্বিকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় জঙ্গলে ফেলে গেছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ১৪ দিন পর। রাব্বি কলেজে পড়াশোনা করলেও তাকে অটো রিকশাচালক হিসেবে মিথ্যা পরিচয় ছড়ানো হয়েছে দাবি করে শিক্ষার্থী ফজলে রাব্বি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
নিহত ফজলে রাব্বির মা নূরজাহান বেগম জানান, তার ছেলে কলেজে পড়তো। গত ১৭ অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হলে থানায় জিডি করা হয়। পরে ৩০ অক্টোবর স্থানীয়রা বস্তাবন্দি অবস্থায় রাব্বির মরদেহ সাভারের কলমা উত্তরপাড়া জঙ্গলে দেখতে পায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে আমি সেসব খুনিদের ফাঁসির দাবি জানাই।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ফজলে রাব্বি সাভারের একটি কলেজের শিক্ষার্থী ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই সুষ্ঠু তদন্ত করে খুনিদের দ্রুত শাস্তি দেওয়া হোক।
সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সালেহ আহমেদ বলেন, গত সপ্তাহে এক শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে কলমা এলাকা থেকে মুসল্লি ও সাধারণ শিক্ষার্থীরা সিএনবিতে এসে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
ইতিমধ্যে শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইউটি/টিএ