রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে তিন দিন ধরে আমরণ অনশন কর্মসূচি করে আসছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। গতকাল শুক্রবার ছুটির দিনও অনশন থেকে সরে যাননি তিনি।
অনশনে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তবু তিনি তাঁর দাবিতে অটল রয়েছেন। দলের নিবন্ধন না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে গিয়ে দেখা যায়, অনশনরত অবস্থায় রয়েছেন তারেক রহমান। হাতে লাগানো রয়েছে স্যালাইন। তাঁকে ঘিরে রয়েছে অনেক মানুষ। তিনি সবাইকে তাঁর দলের কাগজপত্র দেখিয়ে বলছেন, সব থাকার পরেও কেন তাঁকে নিবন্ধন দেওয়া হচ্ছে না?
এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছিল কি না, জানতে চাইলে তারেক বলেন, ‘ইসির পক্ষ থেকে একজন উপসচিব পর্যায়ের একজনকে পাঠিয়েছিল।
গতকাল সকাল থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারেকের সঙ্গে সংহতি জানাতে আসেন। এ সময় তাঁরা বলেন, অবিলম্বে তারেক রহমানের দলকে নিবন্ধন দিতে হবে। তিনি ইসি নিবন্ধন পাওয়ার যোগ্য। এদিকে অনশনে না থাকলেও অবস্থান কর্মসূচিতে রয়েছে মৌলিক বাংলা। গত বৃহস্পতিবার জনতার শক্তির আহ্বায়ক ওয়াকী আব্দুল্লাহ অনশনে বসলেও অসুস্থতার কারণে গতকাল অনশন কর্মসূচি থেকে সরে আসেন।
ওয়াকী আব্দুল্লাহ বলেন, ‘আমি ৩৬ ঘণ্টা অনশনে ছিলাম। আজও (শুক্রবার) থাকতাম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় অনশন থেকে সরে আসছি। সুস্থ হলে আবারও অনশন চালিয়ে যাব।’
গত ৪ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়া হবে।
ইসি সচিব জানান, নিবন্ধনের আবেদন করা বাকি দলগুলো ইসির শর্ত পূরণ করতে না পারায় তাদের আবেদন নামঞ্জুর করা হচ্ছে, যার মধ্যে তারেকের আমজনতার দলও ছিল।
ইউটি/টিএ