গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন ঋষভ পান্ত। এরপর থেকে ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার জাতীয় দলের বাইরে। আগামী ১৪ নভেম্বর থেকে ভারত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ দিয়ে স্কোয়াডে ফিরলেন পান্ত। কিন্তু তাকে নিয়ে নতুন দুশ্চিন্তায় ভারত, কারণ চলমান ‘এ’ দলের টেস্টে পান্ত ফের চোট পেয়েছেন।
প্রোটিয়া ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতিমূলক টেস্ট খেলছে ভারত ‘এ’ দল। আন্তর্জাতিক ম্যাচের উপযোগী ফিটনেস ফেরানোর লক্ষ্যে পান্তকে খেলানো হচ্ছে ‘এ’ দলের সঙ্গে। বাঁ-হাতি এই ব্যাটারের করা ৯০ রানে ভর করে ভারত চারদিনের প্রথম টেস্টে প্রোটিয়াদের হারিয়েছিল। এখন চলছে দ্বিতীয় ম্যাচ। লোকেশ রাহুল আউট হওয়ার পরই এদিন ক্রিজে আসেন পান্ত। নিজের পছন্দের স্কোরিং শট দিয়েই শুরু, দুই চার ও এক ছক্কায় পান্ত রানের খাতা খোলেন। কিছুক্ষণ বাদেই আসে অনাকাঙ্ক্ষিত মুহূর্ত।
রিভার্স র্যাম্প খেলার চেষ্টায় শেপো মোরেকির বল আঘাত করে ভারতীয় এই তারকার হেলমেটে। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। যথারীতি বাধ্যতামূলক কনকাশন পরীক্ষা করা হয় পান্তের। এরপর মোরেকিরই আরেকটি বল পুল খেলার চেষ্টায় ব্যর্থ হলে তার হাতে আঘাত করে। কনুইয়ের কাছে লাগা বলটিতে বেশ ব্যথা পেয়েছেন তিনি, ফিজিও এসে পরীক্ষার পর ব্যথানাশক ম্যাজিক স্প্রে করা হয়। সেরে ওঠার কথা বলে ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পান্ত।
খানিক বাদেই মোরেকির বলে আবারও বিপত্তিতে পড়েন অপ্রচলিত সব খেলতে চাওয়া পান্ত। এবার ভুল লাইনে গিয়ে বল খেলতে গিয়েছিলেন, সেটি তার ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে পেটের নিচের দিকে। ২০ মিনিটের মাথায় তৃতীয়বার ক্রিজে আসেন ফিজিও। ওই সময় হাতের আঘাত ও পেটে পাওয়া নতুন আঘাত মিলিয়ে অস্বস্তিতে ভুগছিলেন পান্ত। ফলে নতুন ব্যাটার নামানোর সংকেত দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
পান্ত রিটায়ার্ড হার্ট হওয়ার পর কুলদীপ যাদব নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামেন। এই পরিস্থিতিতে পান্ত প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সিরিজের শুরুতে খেলা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হলো। ভারত নিশ্চয়ই তাদের প্রধান উইকেটরক্ষককে হারাতে চাইবে না। ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর গুয়াহাটিতে গড়াবে দ্বিতীয় টেস্ট। এরপর ভারত-দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের ওয়ানডে এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
টিএম/টিএ