বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন শেখ মেহেদী। তবে টুর্নামেন্টের আগামী আসরে খেলতে দেখা যাবে চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে। ড্রাফটের আগে ডানহাতি অফ স্পিনারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র।
গত আসরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিল এস কিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া, বিসিবির বকেয়া পরিশোধ না করার পাশাপাশি দরপত্রে দেয়া শর্ত পূরণ করতে না পারায় আগামী পাঁচ আসরের জন্য মালিকানা পায়নি তারা। তবে আগামী পাঁচটি আসরে চট্টগ্রামের মালিকানায় দেখা যাবে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডকে।
বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পেয়েই দল গোছাতে শুরু করেছে তারা। এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও জানা গেছে চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ হিসেবে দেখা যাবে মিজানুর রহমান বাবুল। সবশেষ দুই আসরে ফরচুন বরিশালের কোচ ছিলেন তিনি। দুই আসরেই বিপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তামিম ইকবাল-নাজমুল হোসেন শান্তরা।
কোচিং স্টাফের পাশাপাশি ক্রিকেটারও দলে নিতে শুরু করেছে চট্টগ্রাম। প্রথম দেশি ক্রিকেটার হিসেবে মেহেদীর সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজি। আরও একজনকে দলে নিতে কয়েকজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। ২০১৬ সাল থেকে বিপিএলে খেলছেন মেহেদী। এখনো পর্যন্ত বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন।
সবশেষ তিন আসরেই রংপুরের হয়ে খেলেছেন তিনি। সবমিলিয়ে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮৮ ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ৯১৫ রান করেছেন মেহেদী। পাওয়ার প্লেতে নিয়মিত বোলিং করতে পারায় বেশ সুনাম রয়েছে তাঁর। আগামী আসরে মেহেদীর সেই দক্ষতাকে নিশ্চিতভাবেই কাজে লাগাতে চাইবে চট্টগ্রাম।
মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার তানভীর ইসলামকেও দলে নিয়েছে চট্টগ্রাম। ড্রাফটের আগে চারজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও চুক্তি করে তারা। জানা গেছে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের আবরার আহমেদ, মির্জা তাহির বেগ, সাদ নাসিম ও পাকিস্তানি বংশোদ্ভুত কানাডিয়ান ক্রিকেটার হামজা তারিককে।
চট্টগ্রামের বাইরে সিলেট টাইটান্স মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের সঙ্গে চুক্তি করেছে। রাজশাহী ওয়ারিয়র্স আলোচনা চালিয়ে যাচ্ছে তানজিদ হাসান তামিমের সঙ্গে। এ ছাড়া মুস্তাফিজুর রহমানকে দলে পেতে চেষ্টা চালাচ্ছে রংপুর। ড্রাফটের আগে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।
ড্রাফটের আগে কোন দলে কোন ক্রিকেটার:
ঢাকা ক্যাপিটালস-তাসকিন আহমেদ, সাইফ হাসান
সিলেট টাইটান্স-মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ
চট্টগ্রাম রয়্যালস-শেখ মেহেদী
এসএস/টিকে