অভ্যুত্থানের সময় চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় বরখাস্তকৃত ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যদের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রোববার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ এই মামলায় সিআইডি কর্মকর্তা মাসুদ রানা সাক্ষ্য দিচ্ছেন।
এখন পর্যন্ত এই মামলায় ২৩ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, ভুক্তভোগী পরিবারের সদস্য, জুলাইয়ের আহতরা, চিকিৎসক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। সাক্ষীরা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই মামলায় গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্তমকৃত পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল। অন্যদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনার ডিসি আকতার এবং এসি ইমরুল এখনও পলাতক রয়েছেন।
এদিকে, পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার আসামিপক্ষ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন। নিজের গুমের ঘটনায় সেনাকর্মকর্তাদের নাম থাকায় তিনি ওকালতনামা প্রত্যাহার করেন। পরে ট্রাইব্যুনাল নতুন করে ওকালতনামা দেয়ার পরামর্শ দেন।
কেএন/টিকে