আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা দুই ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়ে আজিজুল হাকিম তামিমের দল। তাই সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জেতালেন অধিনায়ক। ২ উইকেটের এই জয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান করে আফগানিস্তান। জবাবে ৪৫ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এমআর/টিকে