জনসচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরসমূহে সেবার মানোন্নয়ন এবং হয়রানি রোধে দিনাজপুরে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯০তম গণশুনানি হবে।
সোমবার (১০ নভেম্বর) দিনাজপুর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত নাগরিকরা তাদের অভিযোগ সরাসরি কমিশনের সামনে উপস্থাপন করবেন। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে।
দুদক জানায়, সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ, কর্মকর্তা-কর্মচারিদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধই এ গণশুনানির মূল লক্ষ্য।
গণশুনানিকে সফল করতে দিনাজপুর জেলায় ইতোমধ্যে মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন ও অভিযোগ বাক্স স্থাপনসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
দুদক বলেছে, দিনাজপুরের জনগণের মধ্যে গণশুনানিকে ঘিরে ব্যাপক সাড়া পাওয়া গেছে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার নাগরিক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে গণশুনানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এবি/টিকে