মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চড় ডুমুরিয়া গ্রামের প্রতিপক্ষের হামলায় আওলাদ গ্রুপের আরিফ মীর নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতভর চলা সংঘর্ষে এই হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গভীর রাত হতে ভোর পর্যন্ত ওই এলাকায় ককটেলের শব্দ শোনা গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম দেশের একটি গণমাধ্যমকে বলেন, যিনি নিহত হয়েছেন তার মরদেহ হাসপাতালে রয়েছে আমরা ঘটনাস্থলে আছি।
আরপি/টিকে