দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হাশিম আমলা জানিয়েছেন, তার আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের গতি তারকা জাসপ্রিত বুমরাহ। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে আমলা বুমরাহকে ‘সবচেয়ে দক্ষ অল-ফরম্যাট বোলার’ বলে প্রশংসায় ভাসান।
২০১৬ ও ২০১৭, দুই আইপিএল মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন আমলা। মাত্র ১৬ ইনিংসেই ৫৭৭ রান করে নজর কেড়েছিলেন তিনি।
বুমরাহের বিপক্ষে খেলতে কেমন লাগত, এমন প্রশ্নের জবাবে আমলা বলেন, ‘অবশ্যই বুমরাহ। তিনি অসাধারণ একজন বোলার। ভারতের জন্য কতটা বড় সম্পদ, সবাই দেখে। আমার ক্যারিয়ারে আমাকেই তিনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করেছেন।
তার দক্ষতা, রিদম, এবং সব ফরম্যাটে মানিয়ে নেওয়ার ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য।’
পডকাস্টে আবার আইপিএলে খেলার সুযোগ পেলে কোন দলের হয়ে নামতে চাইবেন, এমন প্রশ্নও করা হয় সাবেক এই প্রোটিয়া ব্যাটারকে। জবাবে আমলা বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স। দক্ষিণ আফ্রিকা লিগে কোচ হিসেবে এমআই-এর সাথে কাজ করেছি।
ওদের সংগঠন, পরিকল্পনা, লজিস্টিকস, সবই শীর্ষমানের। আর চেন্নাই সুপার কিংসও দারুণ একটি ফ্র্যাঞ্চাইজি। তাই মুম্বাই ও চেন্নাই দুটোই আমার পছন্দ।’
১৮ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করা আমলা ২০২৩ সালে সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন। টেস্টে ৯,২৮২ রান করে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
রয়েছে দেশের ত্রিশতক এবং মোট ২৮টি টেস্ট সেঞ্চুরি আছে তার।
এমআর/টিকে