ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পর এবার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (০৯ নভেম্বর) হল প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে ধূমপানসহ মাদক নিষিদ্ধের দাবি উপস্থাপন করেন। পরে হল প্রশাসন আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ‘ধূমপানমুক্ত প্রাঙ্গণ’ হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি, হল প্রাঙ্গণে ধূমপানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং এ সংক্রান্ত সাইনবোর্ড হলের প্রধান প্রবেশদ্বারে স্থাপন করা হয়।
এর আগে সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানরত অবস্থায় ধরা পড়লে ৩০০ টাকা জরিমানা এবং মাদকসহ ধরা পড়লে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের তা জানানো হয়।
তারও আগে গত ২৭ জুন ঢাবির স্যার এ এফ রহমান হলে শিক্ষার্থীদের কাউকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে ২০০ টাকা জরিমানা এবং কোনো ধরনের মাদক সেবনের প্রমাণ মিললে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে বলে জানান হলটির প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক (সুপণ)।
এবি/টিকে