শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হলো তামাবিল স্থলবন্দর

শর্ত সাপেক্ষে পর্যটকদের চলাচলের জন্য সিলেটের তামাবিল স্থলবন্দর খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তামাবিল স্থলবন্দর দিয়ে পর্যটকদের যাতায়াত শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মওদুদ আহমেদ রুমি জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় কর্তৃপক্ষ পর্যটকদের পাঠানোর অনুমতি দিয়েছে। তবে নিজ দায়িত্বে পর্যটকদের ভারতে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নেবে না ভারতীয় কর্তৃপক্ষ।

নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের পর উত্তাল হয়ে উঠেছে ভারত। প্রতিবাদ-বিক্ষোভের মুখে আসামের পর এবার মেঘালয় রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার সকাল থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল বন্ধ করে দেয়।

তামাবিল স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ, স্বাভাবিক পণ্য পরিবহন

 

টাইমস/এইচইউ

Share this news on: