বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা ঠিক করা ছিল না। তবে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনের বিষয় আলোচনায় উঠে আসে।
এ ছাড়া রাজনৈতিক দলগুলোকে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা এবং দলের অভ্যন্তরীণ নীতিনির্ধারণসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।
পিএ/টিএ