বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সানি দেওলের টিম একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, অভিনেতা ধর্মেন্দ্র’র মৃত্যুর খবর ভূয়া। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে আপডেট জানানো হবে। মৃত্যু সম্পের্কে গুজব না ছড়ানোর অনুরোধ জানান তিনি। এছাড়াও প্রবীণ অভিনেতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ধর্মেন্দ্র মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাস়পাতালে ভর্তি রয়েছেন। আজ তাকে দেখতে যান সালমন খান। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দেখা করেন তিনি, এরপরে হাসপাতাল থেকে বেরিয়ে যান। এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টের সমস্যার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ধর্মেন্দ্রর। সত্তর ও আশির দশকে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক।
কেএন/টিকে