এই সরকার এনজিও সরকার, অভিজ্ঞতা নেই : নিলোফার চৌধুরী মনি

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘বর্তমান সরকার অভিজ্ঞতাহীন এবং তাদের কার্যক্রম অনেকটা এনজিও ধাঁচের। রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালনে সরকারের অক্ষমতাই আজ দেশের রাজনৈতিক অস্থিরতার কারণ। অভিজ্ঞতা ও দায়িত্ববোধের ঘাটতি থাকায় সরকার বারবার নীতি ও সংস্কারে ব্যর্থ হচ্ছে।’

সম্প্রতি এক অনুষ্ঠানে নিলোফার চৌধুরী মনি এসব কথা বলেন। 

নিলোফার চৌধুরী মনি বলেন, ‘এই পৃথিবীতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকে তারা, যারা বয়সে ছোট এবং অভিজ্ঞতাহীন। কারণ তারা যেকোনো প্রশ্ন বা মন্তব্য করতে পারে, যার জবাব প্রায়ই দেওয়া সম্ভব হয় না। নতুন দল হওয়া বড় কথা নয়—যখন অভিজ্ঞ রাজনীতিবিদরা মিলে একটি দল গঠন করেন, সেটি ভিন্ন মাত্রা পায়। কিন্তু বর্তমানে যাদের রাজনৈতিক বা আন্দোলনের অভিজ্ঞতা সীমিত, তাদের দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়। 

তিনি আরো বলেন, ‘বিপ্লবী ও রাষ্ট্রনায়ক এক ব্যক্তি হলে শেখ মুজিব অনেক আগেই সফল হতেন। তাই সবার বক্তব্যকে একভাবে ধরা যায় না। এখনো রাজনৈতিক টানাপড়েন শেষ হয়নি।’

বাংলাদেশের প্রেক্ষাপটে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘আমরা ভেবেছিলাম দীর্ঘ আন্দোলনের পর রাজনৈতিক নেতাদের কিছু শিক্ষা হয়েছে, কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। আমি নিরপেক্ষভাবে বলছি, আমি যে দলকে সমর্থন করি তাদের অভিজ্ঞতা আছে—তবু রাষ্ট্র পরিচালনায় কিছু কাজ সহজ নয়।’

তিনি বলেন, ‘সংস্কার নিয়ে আলোচনায় বসার সময়ই বিএনপি জানিয়েছিল, এই প্রক্রিয়া অর্থহীন হয়ে পড়তে পারে। কারণ সব কিছু সবার সঙ্গে মিলবে—এমন নিশ্চয়তা কখনোই থাকে না। অংশগ্রহণকারীদের মধ্যে সমঝোতার মানসিকতা থাকা জরুরি, কিন্তু সেই মানসিকতা অনেকের মধ্যেই তৈরি হয়নি।’

বিএনপির এই নেত্রী অভিযোগ করেন, “আলোচনার মাঝপথে যখন একটি দল হঠাৎ নতুন শর্ত বা প্রস্তাব নিয়ে আসে, তখনই স্পষ্ট হয় যে তারা প্রকৃতপক্ষে নির্বাচনকে ব্যাহত করতে বা নিজেদের স্বার্থে প্রভাবিত করতে চাইছে। বিএনপি এবং সমমনা দলগুলো বিভিন্নভাবে এসব বাধা বা ‘এম্বারগো’ দূর করার চেষ্টা করেছে। এসব ব্যর্থতার পরও বিএনপি শুধু একটি সুষ্ঠু নির্বাচন ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে গণভোট প্রক্রিয়ায় অংশগ্রহণে রাজি হয়েছিল।”

নিলোফার মনি বলেন, ‘বিএনপি সব সময় সংস্কার ও গণতন্ত্রের পক্ষে থেকেছে। তারা চেয়েছিল একটি সুষ্ঠু নির্বাচন। কিন্তু সরকার যখন নিজেই পক্ষ হয়ে যায়, তখন আর ন্যায়বিচার আশা করা যায় না। সরকার একদিকে জুলাই সনদের যে কাগজে স্বাক্ষর নিল, অন্যদিকে দেখাইল কিন্তু আরেকটা। একটা বেচাকেনা করে আরেকটা দেখাইয়া দিল, এক ধরনের প্রতারণার আশ্রয় নিল।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার সংস্কারের দায় নিজে না নিয়ে তা রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিয়েছে। অথচ ৯ মাসেও সরকার সংস্কার কার্যকর করতে পারেনি। সরকারের অভিজ্ঞতার অভাবই আজকের রাজনৈতিক বিশৃঙ্খলার মূল কারণ।’

তিনি বলেন, ‘অভিজ্ঞতার একটা দাম আছে—সব কিছু কেনাবেচা করা যায়, কিন্তু অভিজ্ঞতা কেনাবেচা করা যায় না। বিএনপির অভিজ্ঞতা আছে, তাই তারা জানে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়। কিন্তু এই সরকারের অভিজ্ঞতা নেই। তারা আসলে এক ধরনের এনজিও সরকার, আর এনজিও ও প্রকৃত সরকার পরিচালনার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।’

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাকাসহ ৮ বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের Dec 28, 2025
img
আজকের মতো স্থগিত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি Dec 28, 2025
img
হাসপাতালে নেতাকর্মীদের অহেতুক ভিড় না করতে অনুরোধ তারেক রহমানের Dec 28, 2025
img
তারেক রহমানকে নিয়ে কটুক্তি, সেই শহিদুলের মুক্তি চেয়ে বিবৃতি বিএনপির Dec 28, 2025
img
আপনার জীবন সম্পূর্ণ আপনারই দায়িত্ব: বোমান ইরানি Dec 28, 2025
img
আমি প্রমাণ করেছি, অসম্ভব বলে কিছু হয় না: নওয়াজউদ্দিন সিদ্দিকী Dec 28, 2025
img
অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা Dec 28, 2025
img
হাদি হত্যার বিচার নিশ্চিতে প্রয়োজনে শাহবাগে এক মাস থাকার ঘোষণা Dec 28, 2025
img
অভ্যর্থনা, রাস্তাজুড়ে মানুষ, দোয়া মুহূর্তগুলো কোনোদিন ভুলতে পারব না : তারেক রহমান Dec 28, 2025
img
কনসার্টে তারাকে জাপটে ধরে চুমু গায়ক এপি ধিলনের, বিরক্ত বীর Dec 27, 2025
img
অবশেষে ময়মনসিংহ-১০ আসনে ধানের শীষের কান্ডারি বাচ্চু Dec 27, 2025
img
বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি প্রসঙ্গে শান্তর প্রতিক্রিয়া Dec 27, 2025
img
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর Dec 27, 2025
img
‘বারাণসী’ হতে পারে রাজামৌলির শেষ সিনেমা! Dec 27, 2025
img
মিরপুরে সাধারণ কবরস্থানের নিরাপত্তায় ৮১২ এলইডি লাইট স্থাপন ডিএনসিসির Dec 27, 2025
img
জামায়াতের সমাবেশের সূচি বদলের আহ্বান ডাকসুর Dec 27, 2025
img
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান Dec 27, 2025
img
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ Dec 27, 2025
img
রানার হ্যাটট্রিকের পরও সিলেটের কাছে হারল নোয়াখালী Dec 27, 2025
img
জাবিতে শহীদ ওসমান হাদির স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Dec 27, 2025