কুড়িগ্রামের উলিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
বুধবার (১২ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দলদলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমান (৩০) এবং ধামশ্রেনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান (৩৮)।
পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিল কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নূরে আলম সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমান ও মাহফুজার রহমানসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে নূরে আলম সিদ্দিক ও মাহফুজার রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম পিপিএম বলেন, অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলমান থাকবে। যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।
ইউটি/টিএ