বলিউডের 'খিলাড়ি' এবং ফিটনেস আইকন অক্ষয় কুমার, যিনি নিছক রাঁধুনি থেকে কেবল পরিশ্রমের জোরে আজ সুপারস্টার, সাফল্যের এক কঠিন বাস্তব তুলে ধরলেন। তিনি মনে করেন, জীবনে মসৃণ পথ মানেই সঠিক পথ নয়; বরং বাধা ও বিপত্তি থাকাই প্রগতির লক্ষণ।
অক্ষয় কুমার বলেন, "জীবনে সংগ্রাম না থাকলে বুঝতে হবে, কোথাও বড় ভুল হচ্ছে। কষ্টই মানুষকে শক্ত করে, আর শক্ত মানুষই সাফল্য পায়।"
অনেকে কষ্ট বা সংগ্রাম দেখে ভয় পান। কিন্তু অক্ষয়ের মতে, লোহা যেমন আগুনে পুড়েই ইস্পাত হয়, তেমনই মানুষ কষ্টের মধ্য দিয়েই মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। আর এই মানসিক দৃঢ়তাই শেষ পর্যন্ত সাফল্য এনে দেয়। যারা সহজ জীবনের আশা করেন, তাদের জন্য তাঁর এই বার্তা—সংগ্রামহীন জীবন আসলে ভুল পথে চালিত হওয়ারই ইঙ্গিত।
কেএন/টিকে