দক্ষিণ ভারতীয় তারকা দুলকার সালমানের নতুন ছবি কান্তা মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর। ছবিটি নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে তীব্র আগ্রহ। মুক্তির আগেই নিজের চলচ্চিত্র-নির্বাচন নিয়ে অকপট মন্তব্য করে খবরের শিরোনামে এলেন দুলকার।
“যখন ছবি সফল হয়, সবাই বলে আমি দারুণ চিত্রনাট্য বেছে নিই। আর যখন কোনও ছবি ব্যর্থ হয়, তখনই শোনা যায় আমি নাকি স্ক্রিপ্ট পড়তেই জানি না।” তাঁর এই সোজাসাপ্টা বক্তব্যে ফুটে উঠেছে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চাপের বাস্তবতা।
এই মন্তব্য আসে কিং অব কোঠার ব্যর্থতার প্রসঙ্গ উঠতেই। সেই সময়ের কথা বলতে গিয়ে দুলকর জানান, “সেই সময় একটু বিরতি দরকার ছিল। এটা কারও দোষ নয়, কিছু ছবিতে গলদ ছিল, আমিও কিছু শারীরিক সমস্যার মধ্যে ছিলাম।”
সেলভামানি সেলভারাজ পরিচালিত কান্তা ছবিতে দুলকরের সঙ্গে অভিনয় করেছেন সামুত্তিরাকানি, ভাগ্যশ্রী বোর্সে, রানা দাগ্গুবতী ও রবীন্দ্র বিজয়। বড় পর্দায় ফিরে আসার এই ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুলকর বলেন, “আমার চেষ্টা একটাই ভালো সিনেমা তৈরি করা।” সাফল্য বা ব্যর্থতা নয়, গল্প বলার মানই তাঁর কাছে সবচেয়ে বড় বিষয়।
দুলকর শিগগিরই আরেকটি নতুন ছবিতেও দেখা দেবেন আকাশামলো ওকা তারা। টানা ওঠানামার মাঝেও তিনি যেমন পরিশ্রমী, তেমনি বাস্তবের মাটিতে পা রাখা এক শিল্পী, যিনি জানেন সিনেমার সাফল্য আসে সময়, গল্প আর দর্শকের মন জয়ে।
এসএন/আরপি