ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়া। তারপর দ্বিতীয়ার্ধে হামজা দেওয়ান চৌধুরীর দুর্দান্ত দুই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল জামাল ভূঁইয়ার দল। কিন্তু শেষ মুহুর্তে গোল হজম করে সমতায় শেষ করেছে ম্যাচ। এমন ফলাফলে খুশি হতে পারছেন না বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, ‘সত্যি বলতে আমরা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম। আজ আমাদের প্রতিপক্ষ থেকে ভালো হওয়া উচিত ছিল এবং জয়টি পাওয়া উচিত ছিল। এটাই বাস্তবতা। তবে আজ যা হয়েছে, তা আমাদের মেনে নিতে হবে। আবারও বলছি, এটিকে যেন খুব নেতিবাচকভাবে না নেই। কারণ আসল লক্ষ্য এবং যেখানে মনোযোগ দিতে হবে, তা হল ভারতের বিপক্ষে ম্যাচের উপর।’

‘আমি ফলাফলে খুশি নই, এটা হতাশাজনক, বিশেষ করে কারণ আমরা প্রায় জয়টা পেয়েই যাচ্ছিলাম। যদিও আমরা এমন কোনো পারফরম্যান্স দেখাইনি যা নিয়ে আমরা গর্বিত হতে পারি। কয়েক মাস পর একটি জয় পাওয়ার কাছাকাছি ছিলাম এবং আমরা সেটা হারালাম। শেষ মিনিটে আমরা তিনটি পয়েন্ট হারালাম। আমাদের দায়িত্বশীল হতে হবে এবং সামনের দিকে তাকাতে হবে। ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে এগোতে হবে।’
ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হামজা চৌধুরীর জাদুতে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের দল। বাইসাইকেল কিকে নজরকাড়া গোলের পর পেনাল্টি থেকেও গোল করেন হামজা। তার জোড়া গোলে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে শেষ মূহুর্তে রক্ষণের ভুলে গোল হজম করে ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে জামাল ভূঁইয়াদের।
এবি/টিকে