জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন যে তিনি রাতে মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমান। দেশের কর্মীরা যখন এমনিতেই দীর্ঘ কর্মঘণ্টার কারণে ক্লান্ত, তখন প্রধানমন্ত্রীর এই অভ্যাস কাজ-জীবন ভারসাম্য বজায় রাখার সরকারি অঙ্গীকার নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
জাপানের দীর্ঘ কর্মঘণ্টার সমস্যা কিভাবে মোকাবিলা করা হবে, এমন প্রশ্নের জবাবে তাকাইচি সংসদ সদস্যদের জানান যে তিনি তার রাজনৈতিক আদর্শ মার্গারেট থ্যাচারের মতোই ন্যূনতম ঘুমে দিন পার করেন। তিনি স্বীকার করেন, তার এই অভ্যাস ত্বকের জন্য সম্ভবত খারাপ।
প্রধানমন্ত্রী তাকাইচি গত সপ্তাহে এক বিতর্কের জন্ম দেন যখন একটি বাজেট কমিটির শুনানির ছয় ঘণ্টা আগে তিনি তার সহযোগীদের রাত ৩টায় অফিসে ডেকে পাঠান। জাপানের প্রথম নারী নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পরই তিনি কাজ, কাজ, কাজ, কাজ এবং কাজ করার অঙ্গীকার করেছিলেন।
তিনি আইনসভার এক কমিটির বৈঠকে এমপিদের বলেন, আমি এখন প্রায় দুই ঘণ্টা ঘুমাই, বড়জোর চার ঘণ্টা।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
আরপি/এসএন