আশির দশকের পর এমন কৃতিত্ব আর কোনো অভিনেতার ঝুলিতে নেই। টানা জনপ্রিয়তা, দর্শকপ্রিয়তা ও সময়ের সঙ্গে নিজেকে নতুন করে গড়ে তোলার বিরল নজির গড়ে ২৩ জন ভিন্ন পরিচালকের সঙ্গে বক্স অফিসে ‘ক্লিন হিট’ উপহার দিয়েছেন সালমান খান। রোমান্স থেকে অ্যাকশন, পারিবারিক আবেগ থেকে হাস্যরস-সব ঘরানায় সমান দাপট দেখিয়ে তিনি প্রমাণ করেছেন দীর্ঘস্থায়ী সুপারস্টারডম কীভাবে গড়ে ওঠে।
সুরজ বরজাতিয়ার পারিবারিক কাহিনি, ডেভিড ধাওয়ানের হাসির ছবি, সঞ্জয় লীলা ভানসালির আবেগঘন নাটক কিংবা আলি আব্বাস জাফরের বৃহৎ অ্যাকশন-কোনো একটি নির্মাতা বা ফর্মুলার গণ্ডিতে আবদ্ধ না থেকেও সালমানের সাফল্য অব্যাহত থেকেছে প্রজন্মের পর প্রজন্মে। সময়ের ট্রেন্ড নয়, দর্শকের সঙ্গে অটুট সংযোগই তাঁর শক্তি-এই রেকর্ড তারই প্রমাণ।
২৩ পরিচালকের সঙ্গে ২৩টি হিট-বলিউডের ইতিহাসে সালমান খানের এই কীর্তি এখন স্বর্ণাক্ষরে লেখা।
এবি/টিকে