ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনায় সালমা ইসলাম নামে এক নারীকে গ্রেপ্তারের পর তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) পুলিশের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে ধানমন্ডি থানায় জুলাই মাসের একটি হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন হিসেবে সালমা ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আনোয়ার মিয়া।
আবেদনে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিএনপি-জামায়াতের লোকজন ওই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিক তথ্যপ্রমাণে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। আসামির নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে রাখা প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত আবেদন মঞ্জুর করে সালমা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।