বলিউডের বহুমুখী অভিনেত্রী রাধিকা আপ্তে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন সম্পর্কের এক সূক্ষ্ম সত্য। তাঁর কথায়, ভালোবাসা কিংবা বন্ধুত্ব- দুটিতেই সত্যবাদী থাকা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা কখনও ততটা সহজ নয়। কিন্তু সম্পর্ককে সত্যিকারের রূপ দেয় এই সততাই।
রাধিকার এই বক্তব্যে উঠে এসেছে মানবিক সম্পর্কের জটিলতা এবং সত্যকে ধরে রাখার কঠিন বাস্তবতা। আজকের দ্রুত গতির জীবনে ভুল বোঝাবুঝি, আড়াল করা অনুভূতি কিংবা সাময়িক আবেগ সম্পর্ককে দুর্বল করে দেয়। সেখানে রাধিকার এই বার্তা এক ধরনের আত্মজিজ্ঞাসার মতো, যা মনে করিয়ে দেয়- সততা না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না।
নেটিজেনরা তার এই কথাকে জীবনের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে দেখছেন। অনেকেই মন্তব্য করেছেন, রাধিকার মতো একজন শিল্পীর মুখে এমন উপলব্ধি আসলে সমাজকে সম্পর্কের সত্যিকারের মূল্য ভাবতে সাহায্য করে। তাঁর বার্তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।
কেএন/টিএ