বিবিসি বাংলা

আলোচনায় ‘রাতের ডিসি’, কোন যোগ্যতায় নিয়োগ পাচ্ছেন!

বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ৫০টিরও বেশি জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন এনেছে। আবার বদলি না হলে এই ডিসিদেরই আসন্ন নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনের কথা রয়েছে। ফলে জেলা প্রশাসক বা ডিসি পদে নিয়োগ নিয়ে প্রশাসনের অভ্যন্তরে দুই রাজনৈতিক বলয়ের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাসও পাওয়া যাচ্ছে। 

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছিল যে, আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি নির্বাচনে যারা ন্যূনতম সংশ্লিষ্ট ছিলেন এমন কর্মকর্তাদের আগামী নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না।

জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগের পদস্থ কয়েকজন কর্মকর্তা ধারণা দিয়েছেন, কর্মকর্তা বাছাইয়ের ক্ষেত্রে সরকারের এ নীতিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক আছে-এমন কোনো কর্মকর্তা যেন দায়িত্ব না পান সেটিও নিশ্চিত করা হচ্ছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে।

ফলে নির্বাচনি দায়িত্ব পালনে প্রশাসন ক্যাডারের পরিবর্তে প্রশাসন ক্যাডারে যুক্ত করানো বিলুপ্ত অর্থনীতি ক্যাডারের কর্মকর্তারা এখন বেশি গুরুত্ব পাচ্ছেন এমন ধারণা পাওয়া গেছে।
তাদের অনেকেরই মাঠ প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা না থাকার সমালোচনা তৈরি হয়েছে।

সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলছেন, জাতীয় সংসদ নির্বাচন ও মাঠ প্রশাসনের অভিজ্ঞতা ছাড়া কাউকে জেলা প্রশাসক বা ডিসি করলে সেটি ভালো নির্বাচনে সহায়ক হবে না। সরকার যে ধরনের নির্বাচন চাইবে, ডিসি-ইউএনও যাকেই করা হোক তিনি সেই ধরনের নির্বাচনই উপহার দেবেন। রাজনীতিকরা ভালো নির্বাচন না চাইলে কেউই তা করতে পারে না।

ঢালাওভাবে সবাইকে দোষারোপ না করে সরকারের উচিত চৌকস, কৌশলী ও দক্ষ কর্মকর্তাদের পদায়ন করা।
?
প্রসঙ্গত, সরকারের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আওয়ামী লীগকে বাদ রেখে বাকি দলগুলোকে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৯ নভেম্বর রাতে ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করলে সামাজিক মাধ্যমে ‘রাতের ডিসি’ আলোচনা সামনে উঠে আসে। কারণ এ সংক্রান্ত প্রজ্ঞাপন গভীর রাতে জারি করা হয়েছে।

এর আগের দিন শনিবার আরও ১৫টি জেলায় ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

এর পর বৃহস্পতিবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আরও ২৩টি জেলায় নতুন ডিসি নিয়োগের কথা জানায় সরকার। এর মধ্যে কয়েকটি জেলায় ডিসিদের পরিবর্তন করা হয়, আর বাকিগুলোতে নতুন কর্মকর্তারাই ডিসি নিয়োগ পান।

এসব প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা যায়, অর্থনীতি ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে যুক্ত হওয়া বেশ কিছু কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন যাদের মাঠ প্রশাসনে ও নির্বাচনি কাজের যুক্ত থাকার পূর্ব অভিজ্ঞতা নেই।

জেলা প্রশাসনে কাজ করেছেন এমন কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, সাধারণত জেলা প্রশাসকরা কালেকটর হিসেবে ভূমি রাজস্ব আদায় এবং ভূমি ব্যবস্থাপনার কাজ করেন। সরকারের মালিকানাধীন সব ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব জেলা প্রশাসকের।

ফলে ডিসি বা জেলা প্রশাসকদের জন্য মাঠ পর্যায়ে ভূমি সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা জরুরি বলে মনে করা হয়।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মূলত কর্মজীবনের শুরুতেই ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) হিসেবে কাজ করার করার মধ্য দিয়ে এই অভিজ্ঞতা অর্জন করতে শুরু করেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কাজ করার মধ্য দিয়ে এসব বিষয়ে তারা আরও দক্ষ হয়ে ওঠেন।
পদায়ন সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, একজন কর্মকর্তার জেলা প্রশাসক হওয়ার জন্য মাঠ প্রশাসনে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হয়, যা এবারে নিয়োগ পাওয়া বেশ কিছু কর্মকর্তার নেই বলে অভিযোগ উঠেছে।

ফিরোজ মিয়া বলেন, মাঠ প্রশাসনে অভিজ্ঞতা নেই এবং নির্বাচনের কাজে কখনো সংশ্লিষ্ট ছিল না এমন কাউকে জেলা প্রশাসক নিয়োগ করা হলে তিনি নির্বাচনে খুব একটা ভালো অবদান রাখতে পারবে না বলে মনে করেন তিনি। বরং তার দ্বারা সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। নির্বাচনে অনেক ধরনের ‘খেলোয়াড়’ থাকে। নির্বাচনের খেলা ও খেলোয়াড়দের ট্যাকেল করার দক্ষতা মাঠ প্রশাসন বা নির্বাচনি কাজের অভিজ্ঞতা না থাকলে তৈরি হয় না।

আবার উপজেলা নির্বাহী কর্মকর্তারা পদাধিকারবলে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন। ফলে সেখানে নির্বাচনি কাজ করা কিংবা না করা নিয়ে তার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকে না।

আবার আওয়ামী লীগ আমলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যেসব ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছেন, তারা সেই পদেই আর নেই। তাদের অনেকের পদোন্নতি হয়েছে কিংবা বেশ কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরও দেওয়া হয়েছে।

আবার অনেককে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে সরকার। ২০১৮ সালের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ৪৫ জনকে চলতি বছরের শুরুতে ওএসডি করেছিল সরকার।

এছাড়া বিগত তিনটি বিতর্কিত সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছর হয়েছে, এমন ২২ জনকে তখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আগেই। আর ২৫ বছর পূর্ণ না হওয়ায় ৪৩ জনকে ওএসডি করা হয়েছিল।

অন্যদিকে যারা তখন যেসব উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন, তখন তাদের পদাধিকার বলে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করতে হয়েছে।

ফিরোজ মিয়া বলেন, আসলে জাতীয় নির্বাচনে ইউএনওদের কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে না। নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ থাকে ডিসি, প্রিসাইডিং, পোলিং অফিসার ও আইনশৃঙ্খলা কর্মকর্তাদের। ফলে যারা ইউএনও ছিলেন তাদের সবাইকে ঢালাওভাবে নির্বাচনের অযোগ্য বলা অন্যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, এবারের ডিসি নিয়োগের ক্ষেত্রে সাবেক অর্থনীতি ক্যাডারের পাশাপাশি ২৫, ২৭, ২৮ ও ২৯ ব্যাচের বিসিএস কর্মকর্তারা গুরুত্ব পাচ্ছেন।

এর মধ্যে ২৫তম বিসিএস বিএনপির সময়ে, ২৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বিএনপির সময়ে হলেও মৌখিক পরীক্ষা আর নিয়োগ হয়েছিলো ফখরুদ্দিন আহমেদের কেয়ারটেকার সরকার আমলে।

২৮তম বিসিএস এর সব পরীক্ষা হয়েছিল কেয়ারটেকার সরকার আমলে, আর কর্মকর্তাদের নিয়োগ হয়েছিল ২০১০ সালে আওয়ামী লীগ আমলে। আর ২৯ ব্যাচের পুরো পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়াই হয়েছিল আওয়ামী লীগের প্রথম আমলে। কিন্তু এসব বিসিএসে যারা গত তিন নির্বাচনে কাজ করেছেন তাদের বাদ রাখার সিদ্ধান্তের পর অন্যদের নিয়ে দুই ‘রাজনৈতিক গোষ্ঠী’র মধ্যে লড়াইয়ে কথা জানিয়েছেন কর্মকর্তাদের কেউ কেউ। চাকরিরত থাকায় তারা তাদের নাম প্রকাশ করতে রাজি হননি।

সরকারের দুজন উপদেষ্টার একান্ত সচিবকে জেলা প্রশাসক করা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি কয়েকটি জেলার ডিসিকে সরিয়ে দেওয়া নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের অভিযোগ উঠেছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলার ডিসিকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও তিনি ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে পরিচিতি আছে।

কর্মকর্তা বাছাইয়ের ক্রাইটেরিয়া কী

বর্তমান নির্বাচন কমিশন চলতি বছরের জুলাইয়ে ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা’য় সংশোধনী এনে সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের কর্তৃত্ব থেকে ডিসি -এসপিদের বাদ দিয়েছে।

গত মাসের শেষ দিকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত তিন নির্বাচনে ‘ন্যূনতম সংশ্লিষ্টতা’ ছিল এমন কেউ আগামী নির্বাচনে থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এক সংবাদ সম্মেলনে তিনি তখন বলেন, নির্বাচনে কর্মকর্তা পদায়নের মানদণ্ড ও কীভাবে পদায়ন হবে- সে বিষয়ে কিছু বিষয় দেখা হবে।

এর মধ্যে আছে-ওই কর্মকর্তা শারীরিকভাবে কতটা ফিট, এসিআর বা বার্ষিক গোপনীয় প্রতিবেদন কেমন, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা, কর্মদক্ষতা কেমন, আগে পোস্টিং কেমন ছিল এবং পত্রিকায় তার বিষয়ে কোনো রিপোর্ট আসছে কি না।

তিনি বলেন, উচ্চ পর্যায়ের ওই বৈঠকে যে বিষয়ে জোর দেওয়া হয়েছে তা হলো- মাঠ প্রশাসনে গত তিন নির্বাচনে ডিসি, এডিসি, ইউএনও ও যারা ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন বা যারা ম্যাজিস্ট্রেট রোলে ছিলেন তাদের যাতে কোনো পদায়ন না হয়।

‘রিটার্নিং অফিসার, পোলিং বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হোন, কোনোভাবেই গত তিন নির্বাচনে এদের যদি ন্যূনতম ভূমিকা থাকে, তা হলে তারা যেন না হয়,’ সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি।

এছাড়া কোনো কর্মকর্তার পরিবারের সদস্য কিংবা নিকটাত্মীয় কেউ নির্বাচন করলে তাকেও নির্বাচনি প্রক্রিয়ার বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছিল প্রধান উপদেষ্টার নেতৃত্বে হওয়া বৈঠকে।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়ার সম্মানে ব্রিটিশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত Dec 31, 2025
img
স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু, এসএমএসে জানা যাবে স্ট্যাটাস Dec 31, 2025
img
সিলেট স্টেডিয়ামে হবে খালেদা জিয়ার গায়েবানা জানাজা Dec 31, 2025
img
'কফি হাউজের সেই আড্ডা'-র ৬ বন্ধুর গল্প এবার সিনেমার পর্দায়! Dec 31, 2025
img
খালেদা জিয়ার হাসির জন্যই প্রথম ভোট বিএনপিকে দিয়েছিলেন নাসির Dec 31, 2025
img
তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dec 31, 2025
img
আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ, হেঁটেই খালেদা জিয়ার জানাজায় যাচ্ছে মানুষ Dec 31, 2025
img
খালেদা জিয়ার জানাজায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হেঁটে আসছেন মানুষ Dec 31, 2025
img
‘বর্ডার ২’-এর গান নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ অনু মালিক! Dec 31, 2025
img
৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ৩৮১ কোটি টাকা Dec 31, 2025
img
গোপালগঞ্জে শুটারগানসহ তৌহিদুল গ্রেপ্তার Dec 31, 2025
img
কিংবদন্তি ব্যাটসম্যান মার্টিনের স্বাস্থ্য সংকটে, কোমায় ভর্তি Dec 31, 2025
img
সড়ক দুর্ঘটনায় আহত বক্সার অ্যান্থনি জশুয়া Dec 31, 2025
img
অতীত ভুলে এগোনোর বার্তা দেবের Dec 31, 2025
img

হেঁটেই খালেদা জিয়ার জানাজায় যাচ্ছে মানুষ

পথে পথে পুলিশ সেনা-বিজিবি মোতায়েন, আগারগাঁও থেকে যান চলাচল বন্ধ Dec 31, 2025
img
বাংলাদেশপন্থী রাজনীতির স্বীকৃতি নিয়েই বিদায় নিলেন খালেদা জিয়া: ফারুকী Dec 31, 2025
img
বিশ্ব কাপ নিয়ে টনি ক্রুসের ভবিষ্যদ্বাণী Dec 31, 2025
img
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির ঘোষণা Dec 31, 2025
img
বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মেট্রো স্টেশনগুলোতে উপচেপড়া ভিড় Dec 31, 2025
img
কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ Dec 31, 2025