বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্লে-অফ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। রিয়াজুল করিম বাবুর দল হেরেছে ১০-৩ গোলে। পাকিস্তানের হয়ে হ্যাটট্রিকসহ ৬ গোল করেছেন সুফিয়ান খান। তিন ম্যাচে বাংলাদেশ মোট হজম করেছে ২৬ গোল, দিয়েছে ৫টি। স্বাগতিকরা শেষঅবধি হল হোয়াইটওয়াশ।
রোববার প্রথম কোয়ার্টারে শুরুটা ভালো করেছিল দুদলই। প্রথম থেকে সমানতালে লড়ে যাওয়া বাংলাদেশ প্রথমে খেই হারায় অষ্টম মিনিটে। প্রথম পেনাল্টি কর্নার পায় পাকিস্তান, গোল করেন সুফিয়ান খান। দশম মিনিটে আবারও পেনাল্টি কর্নার আদায় করে অতিথিরা, এবারও সুফিয়ানের গোল। ১৫ মিনিটে তৃতীয় পেনাল্টি কর্নারে গোল করে ৩-০ বানান রেহমান আব্দুল।
দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই স্কোর করে পাকিস্তান। পেনাল্টি কর্নারে গোলে হ্যাটট্রিক করেন সুফিয়ান। এসময় প্রথম গোলটি আসে বাংলাদেশের, রাকিবুল হাসানের আক্রমণে নিজেদের জালে বল জড়ান অতিথিদের আরশাদ লিয়াকত। ব্যবধান দাঁড়ায় ৪-১। এই কোয়ার্টারে ১৪ মিনিটে আবারও পেনাল্টি কর্নারে গোল করে ৫-১ বানান সুফিয়ান।
তৃতীয় কোয়ার্টারে চতুর্থ মিনিটে পেনাল্টি কর্নারে গোল আদায় করে পাকিস্তান। গোল করেন সেই সুফিয়ান, ৬-১ হয়। নবম মিনিটে পেনাল্টি কর্নারে গোল এনে ৭-১ করেন নাদিম আহমেদ। এই কোয়ার্টারে ১৪ মিনিটে বাংলাদেশের দ্বিতীয় গোলটি করেন রাকিবুল হাসান। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান হয় ৭-২।
চতুর্থ কোয়ার্টারে সপ্তম মিনিটে গোল করেন অতিথিদের ওয়ালিদ রানা। পাকিস্তান মিনিট তিনেক গোলকিপার ছাড়াই খেলে এসময়। অষ্টম মিনিটে পরপর তিনটি পেনাল্টি কর্নার পেয়ে গোল পায়নি পাকিস্তান। ১১ মিনিটে পেনাল্টি কর্নারে নিজের ষষ্ঠ গোলটি করেন সুফিয়ান। ১২ মিনিটে বাংলাদেশ প্রথম পেনাল্টি কর্নার পায়, গোল করেন আশরাফুল ইসলাম। ১৩ মিনিটে পেনাল্টি কর্নারে ব্যবধান ১০-৩ করেন অতিথিদের রেহমান আব্দুল। বাংলাদেশ ম্যাচ শেষ করে ও গোল ব্যবধানেই।
এমআর/এসএন