শুটিংয়ের ফাঁকে সময় পেলেই টলিউডের নায়িকা মনামী ঘোষ টুক করে চলে যান বেড়াতে। তাঁর পায়ের তলায় যে সরষে, সেকথা বলাই বাহুল্য।
কয়েকমাস আগেই ফের বেড়াতে গিয়েছিলেন মনামী। পুজোর আগেই নাকি ফের বিদেশে ট্যুর সেরেছেন তিনি।
আর বেড়াতে গিয়ে বরাবরের মতো গ্ল্যাম লুকে ধরা দেবেন না মনামী তা আবার হয় নাকি? এবার মনামী কোথায় বেড়াতে গিয়েছিলেন জানেন? নায়িকার গন্তব্য ছিল ভিয়েতনাম।
পুজোয় মুক্তি পেয়েছে মনামীর মিউজিক ভিডিও 'কল্কি'। তারই শুটিং শেষ হতে না হতেই ভিয়েতনামের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। ফিরে এসে সেরেছেন 'কল্কি'র প্রচার।
তাই অনুরাগীদের আশায় জল না ঢেলে নীল মনোকিনিতে সেজে লাস্যময়ী হয়ে উঠলেন মনামী। পুলের ধারে বসে তুললেন একগুচ্ছ ছবি। ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, সবুজে ঢাকা পাহাড়।
মনামীর এই ছবি দেখে রীতিমতো 'ক্রাশ' খেয়েছে গোটা নেটপাড়া। পুলে নেমে মনামী তাঁর অনুরাগীদের বললেন, 'হ্যাপি স্নান ডে'।
শুধু নীল মনোকিনিতেই নয়, মাল্টিকালার্ড সুইমস্যুটে পুলে রীতিমতো জলকেলিতে মেতেছেন নায়িকা। চোখে পরেছেন সানগ্লাস। মুখে দুষ্টু হাসি।
ভিয়েতনাম সফরে ট্রিপে মনামীর দোসর হয়েছিলেন তাঁর মা। ভিয়েতনামে এই প্রথম নয় এর আগেও গিয়েছেন মনামী। নিজের সঙ্গে মিল খুঁজে পান বলেই নাকি থাইল্যান্ড, ভিয়েতনাম, জাপানের মতো জায়গা তাঁর পছন্দের তালিকায় থাকে সবসময়।
নায়িকার পছন্দের ভিয়েতনাম সফরের ছবি দেখে কী ভাবছেন আপনিও বেড়াতে যাবেন? তাহলে আর দেরি কেন? প্ল্যান করে ঘুরে আসতেই পারেন ভিয়েতনাম থেকে।
এসএন