দক্ষিণের জনপ্রিয় তারকা মোহনলালকে ঘিরে আবার সৃষ্টি হয়েছে চমক। নিজের অভিনীত মালয়ালম ছবি অপ্পম এর হিন্দি রিমেক হাইওয়ান এ বিশেষ উপস্থিতিতে শুটিং করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী প্রিয়দর্শন। আর এই অপ্রত্যাশিত উপস্থিতি ইতিমধ্যেই দুই ইন্ডাস্ট্রির ভক্তদের মধ্যে নস্টালজিয়ার ঢেউ তুলেছে।
শনিবার প্রিয়দর্শন শুটিং সেটের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায় মোহনলাল, সাইফ আলী খান ও এক শিশুশিল্পীকে। দুজন অভিনেতাই চরিত্রের সাজে চোখে কালো চশমা, হাতে লাঠি। মূল ছবির আবেগঘন কেন্দ্রবিন্দুর প্রতি এই দৃশ্যটি যেন সরাসরি শ্রদ্ধা নিবেদন।
মালয়ালম সংস্করণে মোহনলাল অভিনয় করেছিলেন এক দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের ভূমিকায়, যে হঠাৎ জড়িয়ে পড়ে একটি রহস্যময় অপরাধকাহিনীতে। এবার সেই চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে, আর মোহনলাল ফিরেছেন এক নতুন অথচ প্রতীকী উপস্থিতিতে যেন দুই ভাষার চলচ্চিত্র জগতকে এক সেতুবন্ধনে যুক্ত করে দিচ্ছেন।
প্রিয়দর্শন ছবিটির সেট থেকে আবেগঘন মন্তব্যও শেয়ার করেন যেখানে তিনি জানিয়েছেন, তাঁর প্রিয় ক্রিকেট নায়কের সন্তানের সঙ্গে এবং নিজের প্রিয় চলচ্চিত্র তারকার সঙ্গে কাজ করতে পেরে তিনি আপ্লুত।
অক্ষয় কুমার, সাইফ আলী খান এবং মোহনলালের এই সম্মিলন হাইওয়ান কে করে তুলছে দুই ইন্ডাস্ট্রির শক্তিশালী এক মেলবন্ধন। আবেগ, ঐতিহ্য এবং অভিনয়ের শক্তি মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এমকে/এসএন