এবারের মেয়েদের কাবাডি বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ। সোমবার বাংলাদেশের ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে দ্বিতীয় আসর। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় লাল-সবুজরা। প্রথমবার অধিনায়কত্ব পাওয়া রূপালি আক্তার এমন আশাবাদ ব্যক্ত করেছেন।
বাংলাদেশ অধিনায়ক রূপালী বলেছেন, ‘উগান্ডার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই। এই প্রতিযোগিতার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি, মেয়েরা সবাই ভালো পারফর্ম করতে মানসিকভাবে প্রস্তুত। দল নিয়ে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।’
মেয়েদের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেছেন, ‘প্রথম ম্যাচ উগান্ডার সাথে। এই টুর্নামেন্টের অন্য দলগুলোর মতো তারাও কিন্তু পদক জয়ের লক্ষ্য নিয়েই এসেছে। তবে প্রথম ম্যাচে আমাদের একটু সাবধান থাকতে হবে। শুরুর কয়েক মিনিট দেখতে হবে উগান্ডা কোনদিকে বেশি ভালো।’
‘প্রতিপক্ষকে বুঝে নিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলব আমরা। যেহেতু নিজেদের মাঠে বিশ্বকাপ, আমরাও ভালো কিছু পেতে চাই। শুরুটা গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব ভালো কিছু দিয়ে বিশ্বকাপ শুরু করতে। আমাদের জন্য দোয়া করবেন।’
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার থেকে গড়াবে মাঠের খেলা। বাংলাদেশ-উগান্ডার খেলা শুরু হবে বিকেল তিনটায়।
এমআর/এসএন