টলিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ নায়ক জীতু কমল ও নায়িকা দিতিপ্রিয়া রায়কে কেন্দ্র করে চলা দীর্ঘদিনের মনোমালিন্যে এবার নয়া মোড় এসেছে। টেলিপাড়ায় জোর গুঞ্জন দফায় দফায় উত্তেজনা, অশান্তি এবং সামাজিক মাধ্যমে বিতর্কের জেরে বন্ধ হয়ে যেতে পারে এই জনপ্রিয় ধারাবাহিকটি।
দাসানি ২–এর স্টুডিয়োয় নিয়মিত শুটিং চলছে। রবিবারেও জীতু কমল শুটে ব্যস্ত ছিলেন। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও, অন্দরে নাকি পরিস্থিতি দিন দিনই জটিল হচ্ছে। স্টুডিয়োচত্বরে প্রকাশ্যে কোনও বিবাদ দেখা না গেলেও, ঘনিষ্ঠ মহলের দাবি, নায়ক–নায়িকার দূরত্ব এতটাই বেড়েছে যে একই ফ্রেমে কাজ করাই কঠিন হয়ে পড়েছে।
সূত্র জানিয়েছে, দিতিপ্রিয়া রায়কে ধারাবাহিকের অন্যান্য সহশিল্পীদের সঙ্গে অবসরে ক্রিকেট খেলতে দেখা গেছে, সেখানে নায়ক অনুপস্থিত। অপর দিকে জীতুর আশপাশে নায়িকার দেখা মেলেনি। এই দূরত্বই নাকি প্রযোজনা সংস্থাকে ভাবিয়ে তুলেছে। শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা পুরো পরিস্থিতিতে বীতশ্রদ্ধ হয়ে নতুন একটি ধারাবাহিকের প্রস্তুতিও শুরু করেছে।
গুজব কতটা সত্য? জানতে জীতু ও দিতিপ্রিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও জীতুর ফোন ব্যস্ত থাকায় তাঁকে পাওয়া যায়নি। দিতিপ্রিয়ার ফোন বেজে গেলেও সাড়া মেলেনি। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, কয়েক মাস আগে প্রথম মনোমালিন্যের সূত্রপাত। তখন দিতিপ্রিয়ার অভিযোগ ছিল নায়কের আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলছে। তিনি সামাজিক মাধ্যমে ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে জীতু নিজের পক্ষে কিছু বার্তালাপের ছবি ভাগ করে জানান, বয়সের পার্থক্যের কারণে ভুল বোঝাবুঝি হওয়া স্বাভাবিক এবং তিনি সবকিছুকে ছেলেমানুষি হিসেবেই দেখছেন। তখন মনে করা হয়েছিল, সমস্যা মিটে গেছে।
কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি দেখে টেলিপাড়া বলছে সমস্যা এখনো অমীমাংসিত, আর তার ফলেই স্থগিত হতে পারে ধারাবাহিকের ভবিষ্যৎ। দর্শকের প্রিয় এই সিরিয়াল শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি থেমে যাবে মাঝপথে এখন সেই দিকেই সবার নজর।
এমকে/এসএন