বিশ্বকাপ বাছাই পর্ব দারুণ কাটালো ইংল্যান্ড। আট ম্যাচের প্রত্যেকটা জিতে গ্রুপ 'কে' থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংলিশরা। এক ম্যাচ হাতে রেখে আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করা ইংল্যান্ড গতকাল (১৬ নভেম্বর) শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে। সবচেয়ে অবাক করার বিষয়, বাছাই পর্বে মোট ২২ গোল করা ইংল্যান্ড একটা গোলও হজম করেনি।
আলবেনিয়ার বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচে জয় পেলেও একটা অস্বস্তি নিয়েই শেষ করেছে ইংল্যান্ড। তারকায় ঠাঁসা ইংলিশদের একাদশ সাজানোটা কোচ টমাস টুখেলের জন্য দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। বড় তারকাদের একাদশে জায়গা দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাকে। পর্যাপ্ত সময় না পাওয়ায় অনেকেই প্রকাশ্যেই হতাশা প্রকাশ করছে।
গতকাল জয় নিশ্চিত হওয়ার পর ম্যাচের শেষ দিকে জুড বেলিংহ্যামকে মাঠ থেকে তুলে নিলে হতাশা প্রকাশ করেছিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। জুনের পর এদিনই প্রথম ইংল্যান্ডের শুরুর একাদশে ছিলেন বেলিংহ্যাম। ম্যাচের ৮০ মিনিটে হলুদ কার্ড দেখার পর মাত্র চার মিনিট পর তাকে তুলে নেওয়া হয়।
তবে দ্বিতীয় গোলের পরই বেলিংহ্যামকে বিরক্ত মনে হচ্ছিল, কারণ টাচলাইনের বাইরে ততক্ষণে বদলি নামার অপেক্ষায় ছিলেন মর্গান রজার্স। বিশ্বকাপে ইংল্যান্ডের নম্বর টেন হওয়ার লড়াইয়ে বেলিংহ্যামের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে রজার্সকে।
বেলিংহ্যামের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর বিষয়টি সহজভাবে নেননি ইংল্যান্ডের কোচ টুখেল। তিনি জানিয়েছেন , বেলিংহামকে তার সিদ্ধান্ত মেনে নিতে হবে।
টুখেল বলেন, 'এটাই সিদ্ধান্ত এবং তাকে এটা মেনে নিতে হবে। তার বন্ধু সাইডলাইনে অপেক্ষা করছে, তাই এটা মেনে নিতে হবে, সম্মান দেখাতে হবে এবং এগিয়ে যেতে হবে।'
টুখেল আরও বলেন, 'আমাকে এটা পর্যালোচনা করতে হবে। আমি দেখেছি সে খুশি ছিল না। আমি এখনই বিষয়টিকে বড় করতে চাই না।'
বাছাইপর্বে খেলা ইংল্যান্ডের খেলোয়াড়দের প্রশংসাও করেছেন টুখেল। ইংল্যান্ড আট ম্যাচই জিতেছে এবং একটি গোলও হজম করেনি। তিনি বলেন, 'তাদের অভিনন্দন। তাদের সঙ্গে লড়াই করা এবং সাইডলাইন থেকে তাদেরকে উৎসাহ দেওয়া ছিল আনন্দের।'
টিজে/টিকে