পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে। এই সিরিজের আগে বড় এক ধাক্কা খেল লঙ্কানরা। অসুস্থতার কারণে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছেন।
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও পেসার আসিথা ফার্নান্দো ত্রিদেশীয় সিরিজ না খেলেই দেশে ফিরে যাচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এই তথ্য জানায়।
এসএলসি জানিয়েছে, দু'জনেরই অবস্থা স্বাভাবিক রাখতে এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ‘সতর্কতামূলক সিদ্ধান্ত’ হিসেবে তাদের দেশে পাঠানো হচ্ছে, যাতে সামনে ব্যস্ত সূচির আগে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারেন।
আসালাঙ্কা না থাকায় ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা। আর তার বদলি হিসেবে দলে যোগ হয়েছেন অপরীক্ষিত টপ-অর্ডার ব্যাটার পাভন রাথনায়েকে।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে।
এসএস/এসএন