বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করেছিলো। আজ আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। এতে বিএনপির বিজয় না বাংলাদশের সাধারণ মানুষের বিজয় হয়েছে।’
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ের সময় দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, ‘বিএনপি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি করে। আওয়ামী লীগ একটি দেশের নির্দেশে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিচালিত করেছিলো। বিএনপি সেই রাজনীতি করে না।’
তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের রাজনীতি করে। বাংলাদেশের মানুষের ওপর বিএনপির বিশ্বাস ও আস্থা আছে বলেই বিএনপি বারবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছে।’
তিনি আরও বলেন, ‘এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দাবি করায় গত ১৫ বছরে বিএনপির অনেকে হত্যা ও গুম হয়েছেন। শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের এই দাবি না মেনে স্বৈরশাসন কায়েম করেছিলেন।’
এমআর/টিকে