প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দেশের হয়ে খেলার পরিকল্পনা ছিল তার। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে সব ভেস্তে গেল। ওয়াশিং মেশিনে পাসপোর্ট হারিয়ে দুটি ম্যাচের কোনোটি খেলতে পারেননি তিনি।
কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের হয়ে খেলেন কুবাস। কিন্তু দেশের হয়ে খেলতে কানাডা থেকে বের হতে পারেননি তিনি। কীভাবে পারবেন?
পাসপোর্ট দেখাতে পারেননি এই মিডফিল্ডার।
২০১৯ সাল থেকে জাতীয় দলে খেলছেন কুবাস। এবারো দলে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু অসাবধানতাবশত পাসপোর্টসহ তার ট্রাউজার ওয়াশিং মেশিনে ধুতে দেন। পরে আর পাসপোর্টের অস্তিত্ব মেলেনি।
প্যারাগুয়ের এবিসি টিভিকে কুবাসের বাবা ফ্রান্সিস্কো কুবাস বললেন, ‘সে তালগোল পাকিয়ে ফেলেছিল, ভুলে সে এটা (পাসপোর্ট) ট্রাউজারের মধ্যে রেখে দিয়েছিল। আর যে মেয়ে কাজ করে, সেও খেয়াল করেনি। ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছিল। সে খুবই বিরক্ত।’
কুবাস পরে নতুন পাসপোর্ট দ্রুত পেয়েছিলেন। কিন্তু ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় সময়মতো কানাডা ছাড়তে পারেননি।
প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরে গেছে। একই ব্যবধানে তারা জিতেছে মেক্সিকোর বিপক্ষে।
এমকে/এসএন