ভারতের বিমান চলাচল নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়িয়েছে পাকিস্তান। নতুন এই নিষেধাজ্ঞা গত ১৯ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। সবশেষ নিষেধাজ্ঞাটি শেষ হওয়ার ৪ দিন আগে এই ঘোষণা দেওয়া হলো। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় সব ধরনের বিমান চলাচল ২৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।
পাকিস্তানের পাশাপাশি ভারতও তাদের আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে যুদ্ধের পর থেকে ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে এই নিষেধাজ্ঞা। পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় এয়ারলাইনসগুলোর উড়ালপথ বেশ খানিকটা বেড়ে গেছে। ফলে জ্বালানি ব্যয় ও যাত্রাসময় দুটোই বাড়ছে। বিপরীতে পাকিস্তানও ওভারফ্লাই ফি থেকে আয় হারাচ্ছে।
গত ২৪ এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত যখন ইন্দাস পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দেয়, তার প্রতিক্রিয়ায় পাকিস্তান বেশ কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল ভারতের মালিকানাধীন বা ভারতীয় পরিচালিত সব ধরনের বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করা।
নয়াদিল্লি প্রমাণ ছাড়াই অভিযোগ করেছিল, ইসলামাবাদ ওই হামলাকে সমর্থন করেছে।
পাকিস্তান এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দেয়। এরপর মে মাসের শুরুর দিকে দুই পরমাণু-সজ্জিত দেশের মধ্যে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবি, এ সংঘর্ষে তারা ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
কেএন/এসএন