মিরপুর টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে দারুণ এক শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে ২১১ রানের লিড পাওয়ার পর ব্যাট হাতেও করেছে দারুণ শুরু। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ভালো ভিত্তি গড়ার পর দিন শেষ করেছে ১ উইকেটে ১৫৬ রানে। ফলে নাজমুল হোসেন শান্তর দল এখন এগিয়ে ৩৬৭ রানে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সূচনাটা আসে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ব্যাটে। শুরুর সতর্কতা কাটিয়ে দুজনই খেলেছেন স্বচ্ছন্দে। তবে ইনিংসের ৩২তম ওভারের প্রথম বলেই গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লু হয়ে থামতে হয় মাহমুদুলকে। ৯১ বলে ৬ চার হাঁকিয়ে ৬০ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি।
তার বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ছিল ১১৯ রানে ১ উইকেট। তৃতীয় উইকেটে এসে দায়িত্ব নেন মমিনুল হক। সাদমানের সঙ্গে গড়ে তুলেছেন আরেকটি আশাব্যঞ্জক জুটি। ৩৬তম ওভারের প্রথম দুই বলে হোয়েকে দুটি দারুণ বাউন্ডারি মেরে ইনিংসের গতি বাড়ান সাবেক অধিনায়ক।
তার ব্যাটে ও সাদমানের স্থিতিতে বাংলাদেশের লিড তখনই সাড়ে তিনশ পেরিয়ে যায়।
এর আগে আয়ারল্যান্ডকে চাপে ফেলে দেয় বাংলাদেশি বোলাররা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭৬ রানে ৪ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা। এছাড়া প্রয়োজনীয় সহায়তা দেন হাসান মুরাদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। বড় লিড পেলেও আইরিশদের ফলোঅন করায়নি স্বাগতিকরা, বরং ব্যাট হাতে আরো চাপ বাড়ানোর পথই বেছে নেয়।
শেষ বিকেলে সাদমান ও মমিনুল শক্ত ভিত গড়ে বাংলাদেশ এক উইকেট হারিয়ে তোলে ১৫৬ রান। ফলে ৩৬৭ রানের লিড নিয়ে মিরপুর টেস্টের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি শান্তর দলের হাতে।
এবি/টিকে